East Bardhaman: প্রাক্তন সাংসদকে আমন্ত্রণ নেই? সাংসদ কোটার টাকায় তৈরি ভবনকে ঘিরে বিতর্ক...
- Published by:Rachana Majumder
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
বর্তমান সাংসদ কীর্তি আজাদ বলেন, 'ওই সাংসদ কোনও কাজ করেন নি। খোঁজখবর নেননি। ওঁর বকেয়া টাকা পড়ে আছে। তাই আমাকেই কাজ শেষ করতে হচ্ছে। বিজেপি কোনও কাজ করেই না।'
পূর্ব বর্ধমান: স্কুলের নতুন ঘর উদ্বোধন নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। বাকযুদ্ধ শুরু হয়েছে শাসকদল এবং বিরোধীদের মধ্যে। বিজেপির দাবি, গৃহ নির্মাণ হয়েছে আগের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সাংসদ তহবিলের টাকায়। অথচ তাঁকে কিছু জানানো হয়নি। তাঁর নামও কোথাও উল্লেখ করা নেই। সেই ভবনের উদ্বোধন করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বর্তমান তৃণমূল সাংসদ কীর্তি আজাদ।
পূর্ব বর্ধমান জেলার বৈকুণ্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েতের নান্দরা জুনিয়র হাইস্কুলের নতুন দু-টি ঘর তৈরি হয়েছে সাংসদ কোটায়। মঙ্গলবার সেই ঘর দুটির উদ্বোধন করেন বর্তমান সাংসদ কীর্তি আজাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ মালিক, বিডিও দিব্যজ্যোতি দাস ও তৃণমূল কংগ্রেসের নেতারাও। কিন্তু যার সাংসদ কোটার টাকায় এই ভবন তৈরি হয়েছে সেই প্রাক্তন সাংসদ এস এস আলুওয়ালিয়ার নাম কোথাও নেই। শুধু সাংসদ কোটায় লেখা আছে।
advertisement
advertisement
এই নিয়েই প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপির পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা বলেন, ‘বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়ার উদ্যোগে এই নির্মাণ কাজ হয়েছে। নামটুকু দেবার সৌজন্য তারা দেখান নি। মঞ্চে আলো করে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা।’ বর্তমান সাংসদ কীর্তি আজাদ বলেন, ‘ওই সাংসদ কোনও কাজ করেন নি। খোঁজখবর নেননি। ওঁর বকেয়া টাকা পড়ে আছে। তাই আমাকেই কাজ শেষ করতে হচ্ছে। বিজেপি কোনও কাজ করেই না।’
advertisement
২০২১-২২ অর্থ বছরের কথা উল্লেখ করা হয়েছে। সেসময় সাংসদ ছিলেন বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া। কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছে, প্রাক্তন সাংসদকে মেল করে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তা অস্বীকার করেছে বিজেপি। তাদের বক্তব্য, আমন্ত্রণের সৌজন্যটুকু তাঁরা দেখাননি। লজ্জা ঢাকতে এখন মেলের মিথ্যে গল্প ফাঁদছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 26, 2024 8:57 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman: প্রাক্তন সাংসদকে আমন্ত্রণ নেই? সাংসদ কোটার টাকায় তৈরি ভবনকে ঘিরে বিতর্ক...