সেতুর ওপর দিয়ে জলপ্রকল্পের পাইপলাইন! এলাকাবাসীর প্রতিবাদে মাঝপথেই আটকে গেল কাজ
- Published by:
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
এই সেতুটি একাধারে যোগাযোগ ও অন্যদিকে সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ
উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: সেতুর ওপর জলপ্রকল্পের পাইপলাইনের কাজ নিয়ে বিতর্ক, বিকল্প দাবি এলাকাবাসীর। উত্তর ২৪ পরগণার হাড়োয়া অঞ্চলের বিদ্যাধরী নদীর ওপর অবস্থিত হাড়োয়া সেতু। এর ওপর দিয়ে জলপ্রকল্পের পাইপলাইন বসানোর কাজ শুরু হতেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। হাড়োয়া ও মিনাখাঁ বিধানসভা সংযোগকারী এই সেতুটি একাধারে যোগাযোগ ও অন্যদিকে সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাম আমলে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে এই সেতুর উদ্বোধন হয়। কলকাতার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের কারণে হাড়োয়ার এই সেতু জনজীবনে এক বড় ভরসা। বিশেষত হাড়োয়ার পীর গোরাচাঁদের মাজারে প্রত্যেক বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার-হাজার ভক্তের আগমন ঘটে। এই ধর্মীয় স্থান ঘিরে ভিড়ের চাপের মাঝেই নতুন করে জলপ্রকল্পের পাইপলাইন বসানো ঘিরে সমস্যা তৈরি হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ স্কুলে ঢোকার মুখে ওটা কে? গেট খুলতেই যা দেখা গেল…! চোখ কপালে শিক্ষকদের
সম্প্রতি পিএইচই (PHE) দফতরের উদ্যোগে সেতুর দুই ধারে ফুটপাত বরাবর পানীয় জলের পাইপলাইন বসানোর কাজ শুরু হয়। তবে এই কাজ শুরু হতেই এলাকাবাসীর একাংশের প্রতিবাদে তা মাঝপথে বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবি, সেতুর ওপর পাইপ বসালে তার ওজনের কারণে সেতুর স্থায়িত্ব প্রশ্নের মুখে পড়তে পারে। সেই সঙ্গেই এতে চলাচলেও অসুবিধা হবে বলে আশঙ্কা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকাবাসীর দাবি, সেতুর ওপর দিয়ে নয়, নদীর তলা দিয়ে বা নদীর ওপর দিয়ে আলাদাভাবে পাইপলাইন নিয়ে যাওয়া হোক। এই বিকল্প পরিকল্পনার মাধ্যমে সেতুর নিরাপত্তা ও জনসাধারণের স্বাচ্ছন্দ্য- দু’য়েরই সমাধান আসবে বলে মনে করছেন তাঁরা। জনস্বার্থ এবং পরিকাঠামোগত পরিকল্পনার মধ্যে সুষ্ঠু সমাধান কীভাবে বেরিয়ে আসে সেটাই এখন দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 05, 2025 5:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সেতুর ওপর দিয়ে জলপ্রকল্পের পাইপলাইন! এলাকাবাসীর প্রতিবাদে মাঝপথেই আটকে গেল কাজ