মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এমএসভিপির বদলিকে ঘিরে চাঞ্চল্য

Last Updated:

এরই পরিপ্রেক্ষিতে এদিন সকালে রাজ্য স্বাস্থ্য দফতর মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এম এস ভি পি কে বদলি করার নির্দেশ দিলেন। তার জায়গায় দায়িত্ব পেলেন মেডিক্যাল কলেজেরই চিকিৎসক শর্মিলা মল্লিক।

মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এমএসভিপির বদলি কে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য দফতর থেকে তাঁকে বদলি করার নির্দেশ আসে।করোনা আক্রান্ত রোগীদের মৃত্যু হলে ডেথ সার্টিফিকেটে তা উল্লেখ না করার নির্দেশ দিয়েছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এম এস ভি পি দেবদাস সাহা। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে বিরোধীরা করোনা আক্রান্ত মৃত্যুর তথ্য গোপনের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলে সরব হয়েছিলেন।
এরই পরিপ্রেক্ষিতে এদিন সকালে রাজ্য স্বাস্থ্য দফতর মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এম এস ভি পি কে বদলি করার নির্দেশ দিলেন। তার জায়গায় দায়িত্ব পেলেন মেডিক্যাল কলেজেরই চিকিৎসক শর্মিলা মল্লিক। যদিও দেবদাস বাবু বলেন, আমি বদলি অর্ডার পেয়েছি। কাজে যোগদান করব।মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কোবিড হাসপাতাল হয়েছে সদর হাসপাতালে মাতৃসদন বিভাগে ১০০ শয্যার।
advertisement
সেই হাসপাতালে ডিউটির জন্য চিকিৎসকদের যে সিডিউল তৈরি করা হয়েছে সেখানে নির্দেশ দেওয়া হয়েছে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হলে তা যেন লিপিবদ্ধ না করা হয়। এম এস ভি পি বদলি প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, উনি তো সরকারি নির্দেশ পালন করেছেন। উনাকে বদলি করে সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই রাজ্য সরকারের কাজই হচ্ছে আসল তথ্য গোপন করার।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এমএসভিপির বদলিকে ঘিরে চাঞ্চল্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement