দিলীপ ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, পাল্টা হুমকি বিজেপি’র রাজ্য সভাপতির

File Photo

File Photo

  • Last Updated :
  • Share this:

    #কালীপুর:আরও একবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ অভিযোগ জানান যে, তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া দলের কয়েকজন কর্মী আক্রান্ত হয়েছেন বলে বিজেপির তরফে বলা হয়েছে। দিলীপ ঘোষের গাড়ি সহ মোট ৫টি গাড়িতে ভাঙচুর হয়।

    হুগলির মশাটে সভা সেরে ফেরার পথে ডানকুনির কালীপুরে আক্রান্ত বিজেপি-র রাজ্য সভাপতি আক্রান্ত হয়েছেন বলে দাবি ৷ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ও আক্রান্ত হয়েছেন বলে দাবি ৷

    আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফের বিতর্কে জড়িয়ে পড়লেন দিলীপ ঘোষ ৷ তিনি মশাটে দাঁড়িয়ে হুমকি ছুড়লেন ৷ বললেন,‘‘মার খেয়ে আর চুপ থাকব না,দরকার পড়লে আমরাও মারব ৷ হাত গুটিয়ে বসে থাকার জায়গা নেই ৷’’

    WhatsApp Image 2018-11-18 at 20.20.38

    যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তৃণমূলের তরফে দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা হয়েছে ৷ এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ৷

    দিলীপবাবু বলেন, "আজ মশাটে বিজেপি-র জনসভা ছিল। সেখানে জনসভা জনসমুদ্রে পরিণত হয়। সেখানকার লোকেদের কাছ থেকে আমরা খুব ভাল সাড়া পাই। আর এই কারণেই তৃণমূলের লোকেরা আমাদের আক্রমণ করেছে।"দিলীপ ঘোষের গাড়িতে হামলার প্রতিবাদে বিজেপি’র দলীয় কার্যালয় থেকে একটি মিছিলও বের হয় ৷

    First published:

    Tags: Controversial Comment, Dilip Ghosh