Hooghly news: ওটা রাস্তা নাকি নদী! বিপদ সীমার উপর দিয়ে বইছে জল... বন্ধ যাতায়াত
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
হুগলির কামারপুকুর থেকে পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। জল যেভাবে বাড়ছে তাতে রাতের দিকে আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
হুগলি: লাগাতার নিম্নচাপের বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে আরামবাগ মহকুমা জুড়ে বিপর্যয়। জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। বিপদ সীমার উপর দিয়ে বইছে দারকেশ্বর, মুণ্ডেশ্বরী সহ একাধিক নদী। জলের স্রোতে ভেসে গিয়েছে বিভিন্ন অস্থায়ী ব্রিজ। এবার জলমগ্ন হল কামারপুকুর-বদনগঞ্জ রাজ্যসড়ক।
এই রাজ্য সড়ক পশ্চিম মেদিনীপুরের গড়বেতার সংযোগকারী রাস্তা। গোঘাটের সাতবেড়িয়ায় এই রাস্তায় হুহু করে বইছে জল। দামোদর নদের জল উপছে মূল রাস্তার উপর দিয়ে বইছে যেন নদী। রাজ্য সড়কে কিছুক্ষণ আগে পর্যন্ত ঝুঁকি চলছিল যানবাহন। তবে জল স্তর অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল ! নদীর জল বেড়ে যাওয়ায় পুলিশ-প্রশাসনের তরফে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে রাস্তা। এরফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। হুগলির কামারপুকুর থেকে পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। জল যেভাবে বাড়ছে তাতে রাতের দিকে আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
advertisement
advertisement
এ বিষয়ে স্থানীয় নিত্যযাত্রীরা জানান, বাঁকুড়া, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় বৃষ্টি হলে সেই বৃষ্টির জলে প্লাবিত হয় এখানকার নদীগুলি। দীর্ঘ কয়েকদিন যাবত যে হারে বৃষ্টি চলছে তার ফলে জলস্তর বৃদ্ধি পেয়েছে। এখন সেই নদীর জল বইছে রাজ্য সড়কের উপর দিয়ে। বিপদ সীমার উপর দিয়ে জল যাওয়ার কারণে রাস্তায় ব্যারিকেডকরে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। স্থানীয় পঞ্চায়েত প্রশাসন পুলিশ সকলে মিলেই এই বিপর্যয় পরিস্থিতিদের যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 20, 2025 4:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly news: ওটা রাস্তা নাকি নদী! বিপদ সীমার উপর দিয়ে বইছে জল... বন্ধ যাতায়াত









