East Medinipur News: নদীতে বাড়ছে জলস্তর, রাত জেগে পাহারায় প্রশাসন

Last Updated:

কংসাবতীতে জলস্তর বাড়ায় দুশ্চিন্তার মেঘ পাঁশকুড়াবাসীর মনে। কারণ পাঁশকুড়ার কাঁসাই নদীর বাঁধ ভেঙে শেষ কয়েক বছরে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ফলে নতুন করে জলস্তর বাড়ায় সতর্ক হয়েছে প্রশাসন। 

+
পাঁশকুড়ায়

পাঁশকুড়ায় নদী পাড়ে পেট্রোলিং

পাঁশকুড়া: বর্ষার শুরু থেকেই টানা বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে। একদিকে সক্রিয় মৌসুমি বায়ু অন্যদিকে একের পর এক নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পশ্চিমের জেলাগুলিতে টানা বৃষ্টি চলছে। টানা বৃষ্টিতে বেড়েছে নদ-নদীর জলস্তর। এর পাশাপাশি নিম্ন চাপের কারণে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির কারণে একাধিক ড্যাম থেকে জল ছাড়া হয়েছে। জল ছাড়া হয়েছে মুকুটমণিপুর ব্যারেজ থেকেও। ফুলে ফেঁপে উঠেছে কাঁসাই নদীর জল। কংসাবতীতে জলস্তর বাড়ায় দুশ্চিন্তার মেঘ পাঁশকুড়াবাসীর মনে। কারণ পাঁশকুড়ার কাঁসাই নদীর বাঁধ ভেঙে শেষ কয়েক বছরে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ফলে নতুন করে জলস্তর বাড়ায় সতর্ক হয়েছে প্রশাসন।
আট জুলাই মঙ্গলবার সন্ধ্যের পর থেকে পাঁশকুড়ার কাঁসাই নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। সেচ দফতর সারারাত নদী বাঁধগুলিতে আলো জ্বালিয়ে পেট্রোলিং করে। টানা প্রবল বর্ষার কারণে মুকুট মণিপুর ব্যারেজ থেকে দফায় দফায় কংসাবতী নদীতে জল ছাড়া হয়েছে। যার ফলে পাঁশকুড়ার কাঁসাই নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে, ডেঞ্জার লেভেলের উপরে জল উঠেছে। সেই খবর পেয়ে তৎক্ষণাৎ পাঁশকুড়ার সেচ দফতরের অফিসে যান পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র, এছাড়া উপস্থিত ছিলেন পাঁশকুড়া থানার আই সি সমর দে, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এবং পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুজিত রায়। পাঁশকুড়ার সেচ দফতরের অফিসে একটি বৈঠক হয়।
advertisement
advertisement
বৈঠক শেষে সেচ দফতরের আধিকারিক সহ অন্যান্যরা নদী বাঁধ পরিদর্শন করেন। এদিন পরিদর্শন শেষে পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র জানান,’প্রকৃতি এবং মানুষের লড়াই, সেচ দফতরের আধিকারিকেরা আশ্বস্ত করেছেন, পাশাপাশি সারারাত নদী বাঁধগুলিতে পেট্রোলিং করবে সেচ দফতর। সাধারণ মানুষকে বলব, তারাও যেন নদী বাঁধে নজর রাখে, কোথাও কিছু হলে তৎক্ষণাৎ প্রশাসনকে জানায়,এবং আমাদের নজরে আনলে আমরা সেচ দফতরের সঙ্গে সমন্বয় করে বিষয়টি খুব দ্রুততার সঙ্গে সমাধান করার চেষ্টা করব। প্রয়োজন হলে পৌরসভায় কন্ট্রোলরুম খোলা হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে জানাই, নদীর জলস্তর বাড়লে গুজবে কেউ কান দেবেন না। প্রশাসন পাশে রয়েছে।’
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত ২০২৪ সালে সেপ্টেম্বর মাসে কাঁসাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। প্রভূত ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় পাঁশকুড়াবাসী। এবার বর্ষার শুরু থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। একাধিক ব্যারেজ থেকে জল ছাড়ায় বাড়ছে নদ-নদীর জলস্তর। পাঁশকুড়ায় কংসাবতীর নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে চিন্তিত রয়েছে পাঁশকুড়াবাসী সতর্ক রয়েছে প্রশাসন। মঙ্গলবার রাতভর চলে নদী পাড়ে পেট্রোলিং।
advertisement
সৈকত শী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: নদীতে বাড়ছে জলস্তর, রাত জেগে পাহারায় প্রশাসন
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement