South 24 Parganas News: পেভার ব্লকেই রাস্তা হবে জয়নগরে! মিটবে চলাচলের সমস্যা

Last Updated:

অত্যাধুনিক প্রযুক্তির রাস্তা নির্মাণের সূচনা হল জয়নগরের। পি ডব্লিউ ডি দফতরের অর্থানুকুল্যে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে তিন কিলোমিটার এই রাস্তা পুজোর মধ্যে সম্পূর্ণ করা হবে বলে জানালেন বিধায়ক।

+
পেভার

পেভার ব্লকের রাস্তা

সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা: অত্যাধুনিক প্রযুক্তির রাস্তা নির্মাণের সূচনা হল জয়নগরের। পি ডব্লিউ ডি দফতরের অর্থানুকুল্যে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে তিন কিলোমিটার এই রাস্তা পুজোর মধ্যে সম্পূর্ণ করা হবে বলে জানালেন বিধায়ক। দীর্ঘদিন যাবত জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসত অটোস্ট্যান্ড থেকে ময়দা যাওয়ার রাস্তা বেহাল অবস্থায় থাকায় সমস্যায় আছেন এই এলাকার মানুষ।
আরও পড়ুন: পার্ক-সিনেমা হলে গিয়ে শারীরিক সম্পর্ক! এরপর যুবক বেঁকে বসতেই যুবতী যা করল, তুমুল হইচই
বিষয়টি তারা জয়নগরের বিধায়ককে জানালে, তিনি রাস্তা পরিদর্শন করে রাস্তা সংস্কারের জন্য পি ডব্লিউ দফতরের সঙ্গে কথা বলেন। অল্পদিনের মধ্যেই এই রাস্তা সংস্কারের সম্মতি মেলে। মুখ্যমন্ত্রীর নির্দেশে পি ডব্লিউ ডি দফতরের আর্থিক সহায়তায় অবশেষে এই কাজ নির্মাণ শুরু হয়। এ দিন নারকেল ফাটিয়ে এই রাস্তা তৈরির শুভ সূচনা করেন জয়নগরের বিধায়ক। তিনি জানান ,ময়দা রথ তলা থেকে দক্ষিণ বারাসত অটো স্ট্যান্ড পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা পি ডব্লিউ ডি দফতরের আর্থিক সহায়তায় সাড়ে ছ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তিতে পেভার ব্লক রাস্তা নির্মাণ করা হচ্ছে এবং এই রাস্তা যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করার চেষ্টা করা হবে। দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের সূচনা হওয়ায় খুশি এলাকার মানুষ। স্কুল কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রতিদিনের রাস্তায় কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। তাই এই বেহাল রাস্তা সংস্কার হলে সকলেরই সুবিধা হবে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: পেভার ব্লকেই রাস্তা হবে জয়নগরে! মিটবে চলাচলের সমস্যা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement