সন্ত্রাসের অভিযোগে ডোমকলে প্রার্থী প্রত্যাহার কংগ্রেসের
Last Updated:
সন্ত্রাসের অভিযোগে ডোমকলে প্রার্থী প্রত্যাহার কংগ্রেসের
#মুর্শিদাবাদ: শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে ডোমকলে সমস্ত প্রার্থী তুলে নিল কংগ্রেস ৷ ডোমকলে ১০ ওয়ার্ডে প্রার্থী দিয়েছিল কংগ্রেস ৷
প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস জানালেন ,‘১০টি ওয়ার্ড থেকে প্রার্থী প্রত্যাহার কংগ্রেসের ৷’
নোটিফায়েড এই পুরসভায় এই প্রথমবার ছিল ভোটগ্রহণ ৷ সকাল থেকেই ডোমকলে দেখা গিয়েছে সন্ত্রাসের চিত্র ৷ কোথাও ভোটারদের লাইনে বোমাবাজি তো কোথাও আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগ ৷ আতঙ্কিত ভোটাররা বাড়ি থেকে বেরতে ভয় পাচ্ছেন ৷
advertisement
advertisement
# ডোমকল থেকেই সবথেকে বেশি অশান্তির খবর আসছে ৷ ভোটগ্রহণ শুরু হতে না হতেই ১৬ নম্বর ওয়ার্ডের মামুদপুর ও দক্ষিণনগর গ্রামে ভোটারদের লাইনে বোমাবাজির অভিযোগ ৷ ভয়ার্ত ভোটাররা লাইন ছেড়ে ফিরে যান ৷ ৮ নম্বর ওয়ার্ডে জোট প্রার্থীর এজেন্টকে বুথে ঢুকতে না দেওয়ায় শুরু হয় অশান্তি ৷
advertisement
# ডোমকলের ১৫ নং ওয়ার্ডে পুলিশের সামনেই তৃণমূল ও জোটসমর্থকদের মারামারি ৷ শেখ আলিপাড়া প্রাথমিক স্কুলের ঘটনা ৷ এমনকি নির্দল প্রার্থীকে মাটিতে ফেলে মারধরের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে ৷
# শুধু বোমাবাজি নয়, ডোমকলে লক্ষ্ণীনারায়ণপুরের ৮ নম্বর ওয়ার্ডে ভোটারদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ ৷
মাথায় বন্দুক ঠেকিয়েও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ৷ ভোটার কার্ড ছিনিয়ে নেওয়ার চেষ্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিরোধীদের ৷ ‘নিষ্ক্রিয় রয়েছে পুলিশ’, অভিযোগ বিরোধীদের ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2017 11:16 AM IST