Howrah News: বাঘ, সিংহ, ভালুকদের থাকলেও নেই বনবিড়াল পাখিদের! এ নিয়েও এবার আলোচনায় বাংলার চিত্রক

Last Updated:

দুই দিন আলোচনা সভা ও তৃতীয় দিন মধ্যপ্রদেশের বন বিহার ন্যাশনাল পার্কে পাখি শুমারি দিয়ে এই সমাপ্ত হয়

মধ্যপ্রদেশে সম্মানিত বাংলার পরিবেশকর্মী চিত্রক প্রামানিক
মধ্যপ্রদেশে সম্মানিত বাংলার পরিবেশকর্মী চিত্রক প্রামানিক
হাওড়া: মধ্যপ্রদেশ ভোপালে অনুষ্ঠিত হল তৃতীয় ন্যাশনাল কনফারেন্স্ ইন্ লেসার্ নোন্ স্পিসিস্ এ ডাক পেল বাংলার চিত্রক! আয়োজন করেছে এস.এন.এইচ.সি ইন্ডিয়া (সোসাইটি অফ নেচার হিলারস্, কনজারভেটারস্ এন্ড লোকাল ট্যুরিজম ডেভোলপমেন্ট ভোপাল)। এই কনফারেন্সে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বহু পরিবেশ বিজ্ঞানী, বন্যপ্রাণী বিশেষজ্ঞ, জাতীয় ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য। এছাড়াও কেন্দ্রীয় ও রাজ্য বনমন্ত্রকের বিভিন্ন আধিকারিক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঘ, সিংহ, হাতি ও অন্যান্য বড় প্রাণী সংরক্ষণের‌ জন্য কাজ হলেও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেসব বনবিড়াল, পাখি, কচ্ছপ ও অন্যান্য লেসার্ নন্ স্পিসিস্ রয়েছে। তাদের সংরক্ষণ ও রক্ষার বিষয়ে এই কনফারেন্সে আলোচনা হয়। পশ্চিমবঙ্গ থেকে উপস্থিত ছিলেন বন্যপ্রাণ সংরক্ষণকারী লেখিকা ডঃ ঐশিমায়া সেন নাগ ও বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক।
চিত্রক প্রামাণিক পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছোবিড়াল বা বাঘরোল সংরক্ষণের বিষয়ে বক্তব্য রাখেন। এছাড়া নন্ ফরেস্ট এলাকায় বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার বিষয়ে নানা তথ্য তুলে ধরেন। তাদের বাসস্থান সঙ্কট, মানুষের সঙ্গে তাদের সহাবস্থান এবং আগামীদিনে নতুন প্রজন্ম ও সাধারণ মানুষের কি করণীয় সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই অনুষ্ঠানটি পরিচালনা করেন এস.এন.এইচ.সি ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি বিকাশ সিং বাঘেল। অনুষ্ঠানে বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম কেন্দ্রীয় জু অথরিটির মেম্বার সেক্রেটারি ডঃ সঞ্জয় কুমার শুক্লা, ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্টের প্রেসিডেন্ট ডঃ আনিশ আন্ধেরিয়া, মধ্যপ্রদেশ বনবিভাগের প্রাক্তন মুখ্য বনপাল ডঃ সুহাস কুমার, ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার জয়েন্ট ডিরেক্টর ডঃ সমীর কুমার সিনহা, আইইউসিন এর হর্নবিল কমিশনের সদস্য অজয় গড়ীকর প্রমুখ। দুই দিন আলোচনা সভা ও তৃতীয় দিন মধ্যপ্রদেশের বন বিহার ন্যাশনাল পার্কে পাখি শুমারি দিয়ে এই সমাপ্ত হয়।
advertisement
রাকেশ মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: বাঘ, সিংহ, ভালুকদের থাকলেও নেই বনবিড়াল পাখিদের! এ নিয়েও এবার আলোচনায় বাংলার চিত্রক
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement