পুলিশি তদন্তের গতি জানতে আর যেতে হবে না থানায়! এক ক্লিকেই জানা যাবে সব
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Bongaon- পুলিশি তদন্তের গতি জানতে আর যেতে হবে না থানায়, এক ক্লিকেই ভেসে উঠবে সব।
উত্তর ২৪ পরগনা: বনগাঁবাসীদের জন্য বড় খবর। পুলিশি তদন্ত বিষয়ক সহায়তায় রাজ্য সরকার ও পুলিশ বিভাগের তরফে তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে এবার বনগাঁ পুলিশ জেলা চালু করল এক অভিনব উদ্যোগ। যেখানে থানায় লিখিত অভিযোগের পর তদন্তে গতিপ্রকৃতি জানতে আর ছুটতে হবে না পুলিশের কাছে।
তদন্তকারী আধিকারিকদের বারবার ফোন করে নানা সময় অভিযোগ সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করে থাকেন অনেকেই। ফলে পুলিশ আধিকারিকদের কাজের ক্ষেত্রেও তা সমস্যার সৃষ্টি করে।
আরও পড়ুন- একবার বাংলাদেশে-একবার পশ্চিমবঙ্গে!দুই ভাই যা শুরু করেছে,মাথায় হাত বিএসএফ-বিজিবির
এই সব দিক বিবেচনা করেই এবার ই পোর্টালের মাধ্যমে অভিযোগকারীর অভিযোগের তদন্ত কোন পর্যায়ে রয়েছে, তা এক ক্লিকেই জানা যাবে। অনলাইনে এই প্রক্রিয়ার সুবিধা নিতে অভিযোগকারীর মোবাইল নম্বর কেস নম্বর থানা-সহ কোন তারিখে অভিযোগ করা হয়েছে তা দিলেই, তদন্ত কোন পর্যায়ে রয়েছে ভেসে উঠবে স্ক্রিনে।
advertisement
advertisement
বনগাঁ পুলিশ জেলার তরফে এদিন তাই চালু করা হল “মাই এফআইআর স্ট্যাটাস বিপিডি” ওয়েব পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে বনগাঁ বাসিরা তদন্তকারী আধিকারিক এর যোগাযোগ থেকে শুরু করে নানা ধরনের সাহায্য পাবেন বলেও জানান বনগাঁ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার।
আরও পড়ুন- সীমান্তে এ কী করল বাংলাদেশের BGB! চরম হুঁশিয়ারি বিএসএফ-এর! ইঞ্চিতে-ইঞ্চিতে জবাব
এবার থেকে আর অভিযোগের পর বারবার থানায় দৌড়তে হবে না, বাড়িতে বা যে কোন জায়গা থেকেই বনগাঁবাসীজানতে পারবেন তাদের পুলিশে করা অভিযোগের স্থিতি।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2025 7:00 PM IST