Fraud Case: ‘স্কুটি কিনে ভাড়া দিলেই মাসে মাসে...’! লোভনীয় অফারের ফাঁদে, ১৫ কোটি টাকা নিয়ে চম্পট, গ্রেফতার ২
- Reported by:Sudipta Sen
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Fraud Case: 'ইলেক্ট্রিনো ইভিটেক প্রাইভেট লিমিটেড' নামে কোম্পানি একটি স্কুটারের অফিস খুলে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ
উত্তর ২৪ পরগণা: রাজ্যে ফের প্রতারণা চক্র। অভিযোগ ‘ইলেক্ট্রিনো ইভিটেক প্রাইভেট লিমিটেড’ নামে কোম্পানি একটি স্কুটারের অফিস খুলে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। অভিযোগ বাজার থেকে প্রায় ১৫ কোটি টাকা নিয়ে বন্ধ হয়ে গিয়েছে।
সূত্রের খবর, ২০২৩ সালে বাগুইআটির দেশবন্ধু নগরে “ইলেক্ট্রিনো ইভিটেক প্রাইভেট লিমিটেড” নামে একটি স্কুটির অফিস খোলা হয়। পরবর্তীতে ওই কোম্পানির আরও দুটি শাখা খোলা হয় বাঁকুড়া শহরে এবং রাঁচিতে।
advertisement
advertisement
অভিযোগ এই কোম্পানিটি সাধারণ মানুষকে বলত, যদি তারা প্রতি স্কুটি ৮৫ হাজার টাকায় কিনে ওই কোম্পানির কাছে আবার ভাড়ায় দেয়, তাহলে কোম্পানি প্রতি মাসে সাড়ে সাত হাজার টাকা করে ভাড়া দেবে।
এরপর ২০২৩ সাল থেকে প্রচুর মানুষ স্কুটি কিনে ওই কোম্পানির কাছেই ভাড়ায় দিতে শুরু করে। গত বছরের শেষ দিকে এবং চলতি বছরের শুরুতে কোম্পানি থেকে বিভিন্ন লোভনীয় অফার দেওয়া হয়। ফলে সাধারণ মানুষ এবং আগের গ্রাহকেরাও আরও বেশি করে স্কুটি কিনে ভাড়ায় দিতে থাকে।
advertisement
এইভাবে কোম্পানি বাজার থেকে প্রায় ১৫ কোটি টাকা তোলে। কিন্তু চলতি বছরের ৭ মে তারিখের পর থেকে কোম্পানির মূল মালিকরা পালিয়ে যায়। তদন্ত চলাকালীন জানা যায়, তাদের নাম, ঠিকানা, ফোন নম্বর—সবই ভুয়ো (ফেক) ছিল।
advertisement
২৫ জুন তারিখে বিহারের সীতামারি জেলা থেকে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়, যার নাম শশাঙ্ক দত্ত ওরফে স্বরূপ দত্ত। এরপর গতরাত্রে, অর্থাৎ ৬ জুলাই রাতে বিহারের পাটনা থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়, যার নাম কুনাল কুমার ওরফে কুমার কুন্দন ওরফে সুধীর কুমার। এই মামলায় আরও যারা জড়িত, তাদের গ্রেফতারের জন্য তৎপরতা অব্যাহত রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 06, 2025 9:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fraud Case: ‘স্কুটি কিনে ভাড়া দিলেই মাসে মাসে...’! লোভনীয় অফারের ফাঁদে, ১৫ কোটি টাকা নিয়ে চম্পট, গ্রেফতার ২









