East Bardhaman News: সময় পেরিয়ে উৎসবের আনন্দ, বৈশাখে বসন্তে মেতে উঠল কাটোয়া

Last Updated:

সত্যিই একেবারে অকাল বসন্ত উৎসব। পূর্ব বর্ধমানের কাটোয়ার একটি সংস্থার উদ্যোগে বিগত বহু বছর ধরে বড় করে বসন্ত উৎসব উৎযাপন করা হয়। তবে এবছর কিছু বিশেষ কারণের জন্য পিছিয়ে গিয়েছিল অনুষ্ঠানের সময়সূচি।

+
বসন্ত

বসন্ত উৎসব 

পূর্ব বর্ধমান : বৈশাখ মাসে বসন্ত উৎসব পালিত হল পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে। অবাক লাগলেও আদতে এটাই সত্যি। বৈশাখ মাসের গরমের মধ্যেই আবির খেলায় মেতে উঠলেন শহরের একাংশ, জাঁকজমক ভাবে উৎযাপিত হল বসন্ত উৎসব। এটা যেন সত্যিই একেবারে অকাল বসন্ত উৎসব। পূর্ব বর্ধমানের কাটোয়ার একটি সংস্থার উদ্যোগে বিগত বহু বছর ধরে বড় করে বসন্ত উৎসব উৎযাপন করা হয়। তবে এবছর কিছু বিশেষ কারণের জন্য পিছিয়ে গিয়েছিল অনুষ্ঠানের সময়সূচি। তাই নির্দিষ্ট সময়ে না হলেও বৈশাখেই বসন্ত উৎসব অনুষ্ঠিত হল।
সংস্থার সাধারণ সদস্য রাজুসত্যেন ভট্টাচার্য্য বলেন, “এই অনুষ্ঠান নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম, ঈশ্বর পাশে ছিলেন তাই ভালোভাবে হয়ে গেল। এটা এখন কাটোয়ার মানুষের উৎসব, বর্ষা হোক আর গরমই হোক করতেই হবে।”বর্ধমানের কাটোয়া শহরে খুব বড় করে এই অনুষ্ঠান হয়। শহর সহ আশপাশের একাধিক গ্রামের শতাধিক বাসিন্দা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ছোট থেকে বড় সকলেই অপেক্ষায় থাকেন এই বসন্ত উৎসবের জন্য। এককথায় বহু মানুষের আবেগ কাজ করে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
তবে সঠিক সময়ে বসন্ত উৎসব না হওয়ায় অনেকেই হতাশ হয়েছিলেন। কিন্তু সেইসময় হতাশ হলেও বৈশাখে বসন্ত উৎসব উদযাপনে মেতে উঠলেন সকলেই। ছোট থেকে বড় সকলেই এই অনুষ্ঠানে একটা বড় স্টেজ পায় অনুষ্ঠান করার জন্য। স্থানীয় বহু শিল্পী প্রতিভা প্রকাশের একটা বড় সুযোগ পায় এই বসন্ত উৎসবে। স্থানীয় বাসিন্দা ঐশী ব্যানার্জী জানিয়েছেন, আমরা প্রত্যেকে বছর আসি আনন্দ করি , এই অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকি। একইরকম আনন্দ হয়েছে শুধু গরমটা একটু বেশি।
advertisement
রবিবার সকাল থেকে কাটোয়া কাশীরাম দাস বিদ্যায়তনে মাঠে এই বসন্ত উৎসব অনুষ্ঠান শুরু হয়েছিল। সকালে মাঠের মধ্যে ধামসা মাদলের তালে নেচে উঠেছিলেন অনেকেই। তারপর আবার বিকেল থেকে রাত্রি পর্যন্ত চলে নৃত্যানুষ্ঠান। এবছর চমক হিসেবে ছিল জনপ্রিয় রিয়ালিটি শোয়ে অংশগ্রহণকারী একটি নাচের দলের নৃত্যানুষ্ঠান। বহু মানুষ এই উৎসবকে ঘিরে কেডিয়াই ময়দানে ভিড় জমিয়েছিলেন। অনুষ্ঠানে পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মত।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: সময় পেরিয়ে উৎসবের আনন্দ, বৈশাখে বসন্তে মেতে উঠল কাটোয়া
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement