Murshidabad news: কলেজ ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের সামশেরগঞ্জে

Last Updated:

College student death: কলেজ ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সামশেরগঞ্জে। পরিবারের দাবি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সোহেলের।

কলেজ ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য।
কলেজ ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য।
মুর্শিদাবাদ: কলেজ ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সামশেরগঞ্জে। সামশেরগঞ্জ থানার মধ্য চাচন্ড গ্রামের বাসিন্দা কলেজ ছাত্র সোহেল রানা (১৯)। জঙ্গিপুরের এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মৃত্যু হয়। পরিবারের দাবি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সোহেলের। মধ্য চাচন্ড গ্রামে আরও ৬ জন ডেঙ্গু আক্রান্ত। ইতিমধ্যেই এলাকা পরিদর্শন-সহ ডেঙ্গু নিয়ন্ত্রনে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।
বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন সামশেরগঞ্জ থানার মধ্য চাচণ্ড গ্রামের বাসিন্দা কলেজ ছাত্র সোহেল রানা। অরঙ্গাবাদ ডিএন কলেজের প্রথম বর্ষের ছাত্র সোহেল। রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে প্রথমে সুতির মহেশাইল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মঙ্গলবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে তাকে রেফার করা হয়। কিন্তু শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে মেডিক্যাল কলেজে নিয়ে আসার মত অবস্থায় ছিল না ছাত্রটি।
advertisement
advertisement
আরও পড়ুন: তারকেশ্বর গেলে সোনায় সোহাগা! বাড়ছে ৮ জোড়া ট্রেন, দাঁড়াতে হবে না টিকিটের লাইনেও
পরিবারের সদস্যরা ওমরপুর তালাইমোড়ের ত্রুটি বেসরকারি নার্সিংহোমের আইসিসিইউ-তে ভর্তি করেন। সেখানেই মঙ্গবার রাতে মৃত্যু হয় সোহেলের। সোহেলের মৃত্যুতে শোকের ছায়া পরিবার-সহ গোটা এলাকায়। মৃত ছাত্রের বাবা হাবিবুল্লা শেখ বলেন, “৫ দিন ধরে জ্বর না কমায় ছেলের রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। হাসপাতালে ভর্তি করা হলে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষে ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করলে কোনও ওষুধই নিতে পারেনি। সেখানেই মৃত্যু হয়”। যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল বলেন, “মাল্টি অর্গ্যান ফেলিওর হয়েই মৃত্যু হয়েছে। তবে ডেঙ্গুর কারনেই মৃত্য কিনা তা এখনই বলা যাবে না। আমরা সমস্ত পরীক্ষার কাগজপত্র তদন্ত করে দেখছি।”
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad news: কলেজ ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের সামশেরগঞ্জে
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement