সামান্য জিনিস দিয়ে ডেকোর আইটেম, অবসরে বানিয়ে স্বনির্ভর কলেজ ছাত্রী
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
পড়াশোনো এবং অন্যান্য কাজের অবসরে তৈরি করছে এই হ্যান্ডমেড আইটেম। প্লাইবোর্ড, পেরেক এবং রঙিন সুতো দিয়ে নেমপ্লেট, বিভিন্ন ধরনের ছবি, কাস্টমাইজ বিভিন্ন জিনিস তৈরি করছে সে।
পশ্চিম মেদিনীপুর: রঙিন সুতো, সামান্য কিছু পেরেক, আর এক টুকরো প্লাই, এই দিয়ে বানিয়ে তুলছেন নানা সুন্দর ডিজাইন। যা ঘরের দেওয়ালে বাড়তি শোভা বাড়াবে। বাড়ির দেওয়াল মনের মত করে সাজাতে চাইছেন? ধরুন, আপনার ঘরের ঢোকার মুখে সুন্দর ডিজাইনের একটি নেমপ্লেট থাকবে? কিংবা দেওয়াল জুড়ে থাকবে একটা দারুন সুন্দর ছবি, তাও একটু ভিন্ন ধরনের।
দামি দামি কোনও ডেকোরেশন আইটেম প্রয়োজন নেই। আপনার পছন্দের সুন্দর জিনিস বানিয়ে দেবে এক কলেজ ছাত্রী। সামান্য দামে সাজিয়ে তুলবেন আপনার পছন্দের বাড়ি। আপনার পছন্দ মত বিভিন্ন রঙের কাস্টমাইজ নেমপ্লেট সঙ্গে বিভিন্ন ধরনের ওয়াল হ্যাংগিং দিয়ে ঘর সাজিয়ে তুলুন।
এক কলেজ ছাত্রী পড়াশোনার অবসরে তৈরি করছেন এই সকল জিনিস। যা করছেন এই কলেজ ছাত্রী, জানলে অবাক হবেন। নিজে বানিয়ে যে স্বনির্ভর হচ্ছেন তা নয়, যুব প্রজন্মকে দিচ্ছে স্বনির্ভর হওয়ার ভাবনা। পছন্দের বাড়ি-ঘর মনের মত করে সাজিয়ে তুলতে সকলেই বেশ পছন্দ করেন। পছন্দমত নেমপ্লেট কিংবা বাড়ির দেওয়ালে বিভিন্ন জিনিস সাজিয়ে রাখতে পছন্দ করেন। কিন্তু পছন্দের মানুষকে পছন্দসই উপহার দিতে সকলেই চায়। পড়াশোনার অবসরে এই কলেজ ছাত্রী বাড়িতেই তৈরি করছে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড ডেকোর সামগ্রী। সামান্য উপাদান দিয়েই অতি সহজে বাড়িতেই তৈরি করছেন এই সকল জিনিস।
advertisement
advertisement
আরও পড়ুন- পেটের দায়ে কাজ করতে এসেছিল, দাউদাউ আগুন শেষ করল সব, বন্ধুকে খুঁজে শেষে মিলল হাড়
পড়া, কলেজ ও অন্যান্য কাজের অবসরে এমন সুন্দর ডেকোর আইটেম তৈরি করে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে বিক্রি করছেন তিনি।দাম ও রয়েছে সাধ্যের মধ্যে। পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজের প্রথম বর্ষের ছাত্রী বেলদার সুভাষপল্লীর বাসিন্দা মোনালিসা দাস। বেশ কয়েক মাস ধরে সে বাড়িতে পড়াশোনো এবং অন্যান্য কাজের অবসরে তৈরি করছে এই হ্যান্ডমেড আইটেম।
advertisement
প্লাইবোর্ড, পেরেক এবং রঙিন সুতো দিয়ে নেমপ্লেট, বিভিন্ন ধরনের ছবি, কাস্টমাইজ বিভিন্ন জিনিস তৈরি করছে সে। প্লাইয়ের উপর বিভিন্ন ডিজাইনে পেরেক পুঁতে তার উপর রঙিন সুতো দিয়ে স্টিচের মধ্য দিয়ে ফুটিয়ে তুলছে বিভিন্ন ছবি।
কখনও ডলফিন, কখনও ফুলদানি, আবার বিভিন্ন নামও কাস্টমাইজ করে দিচ্ছে সে। বাজারে বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ৭০০ কিংবা ৮০০ টাকা পর্যন্ত। গ্রাহকদের পছন্দমত বানিয়ে দিচ্ছে সেগুলো। শুধু তাই নয়, সে বানাতে পারে হোম ডেকোর আইটেম, টেবিল টপ, এছাড়াও গ্রাহকদের পছন্দ মতো পাঞ্জাবিতেও বিভিন্ন নকশা ফুটিয়ে তোলে সে।বর্তমান যুব প্রজন্মকে দিচ্ছে স্বনির্ভর হওয়ার ভাবনা।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2025 11:04 PM IST