দু’দিনের বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী, ইচ্ছাপূরণের আশায় বুক বাঁধছে মানুষ

File Photo

File Photo

দু’দিনের প্রশাসনিক সফরে সোমবার বাঁকুড়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে জোরকদমে চলছে প্রস্তুতি ৷ সোমবার বাঁকুড়ার ফুলকুসুমায় প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

  • Last Updated :
  • Share this:

    #বাঁকুড়া: দু’দিনের প্রশাসনিক সফরে সোমবার বাঁকুড়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে জোরকদমে চলছে প্রস্তুতি ৷ সোমবার বাঁকুড়ার ফুলকুসুমায় প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একদা মাওবাদী এলাকা বলে পরিচিত এই ফুলকুসমাকে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার বেড়াজালে ৷ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে এদিন সকালেও স্নিফার ডগ নিয়ে চলছে শেষ মুহূর্তের তল্লাশি ৷

    এদিন দুপুর দুটো নাগাদ ফুলকুসুমায় সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই সভায় একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের পরিকল্পনা রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের ৷ এছাড়াও সভামঞ্চ থেকেই সবুজসাথী প্রকল্পে ছাত্রছাত্রীদের সাইকেল বিলি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর হাতে এদিন উদ্বোধন হবে বাঁকুড়ার রবীন্দ্রভবনের ৷

    মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের অভাব অভিযোগের কথা জানাতে চান স্থানীয় মানুষ ৷ কেউ আবার প্রিয় দিদি-কে দূর থেকে একবার দেখতে পেলেই খুশি ৷

    ফুলকুসুমায় অনুষ্ঠান শেষে মুকুটমনিপুরের উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার সেখানে রয়েছে প্রশাসনিক বৈঠক ৷

    First published:

    Tags: Bankura, CM Mamata Banerjee, Cm visit, Sabuj Sathi