#কেশিয়ারি: সংখ্যাগরিষ্ঠতা দূর অস্ত, লোকসভা ভোটে কোনক্রমে ১৫০র গণ্ডি পেরোবে বিজেপি। গেরুয়াশিবিরের গোপন রিপোর্টেই তার উল্লেখ। কেশিয়াড়ির জনসভা থেকে বিস্ফোরক অঙ্ক তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা ভোটের সমীকরণ কী হবে? বিজেপিকে কতটা ধাক্কা দেবে ইউনাইটেড ইন্ডিয়ার সম্মিলিত শক্তি? তার জেরে কত দূর গড়াবে এনডিএ-র বল? তা নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়।
কেশিয়াড়ি, গোয়ালতোড় ও বেলপাহাড়িতে তৃণমূল নেত্রীর জনসভা। একসময়, মাওবাদী আতঙ্ক গ্রাস করেছিল ওই এলাকা। এখন পরিস্থিতির বদল। তিনটি জনসভা থেকেই রাজ্য সরকারের সেই কৃতিত্ব তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলে তুলনামূলক ভাল ফল বিজেপির। কিন্তু, ক্ষমতা হাতে পেয়েও গ্রামস্তরে কেন থমকে উন্নয়ন ? জনসভা থেকে সেই প্রশ্নও তুলেছেন মমতা। তীব্র আক্রমণ শানিয়েছেন মোদিকেও। ঘাটাল মাস্টার প্ল্যান-সহ একাধিক সমস্যায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগও তুলেছেন মমতা। মমতার অভিযোগ, গত পাঁচ বছরে কোনও প্রতিশ্রুতিই পালন করেনি মোদি সরকার। যেন তেন প্রকারে ভোটে জিততে গেরুয়া শিবির টাকা ছড়াচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arambagh S25p29, Elections 2019, Keshiyari, Lok Sabha elections 2019, Mamata Banerjee, West Bengal Lok Sabha Elections 2019