হোম /খবর /দক্ষিণবঙ্গ /
সিঁদুর পরিয়ে দিয়েছিল প্রেমিক, ছবি ভাইরাল হতেই চরম পদক্ষেপ দশম শ্রেণির ছাত্রীর

Paschim Medinipore news: সিঁদুর পরিয়ে দিয়েছিল প্রেমিক, ছবি ভাইরাল হতেই চরম পদক্ষেপ দশম শ্রেণির ছাত্রীর

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

প্রতিবেশীরা এসে দেখেন, ওই ছাত্রী ভিতর থেকে বাড়ির দরজা বন্ধ করে রেখেছে৷ এর পর দরজা ভেঙে ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ছাত্রীকে৷

  • Local18
  • Last Updated :
  • Share this:

সুকান্ত চক্রবর্তী, দাসপুর: যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল দশম শ্রেণির ছাত্রী। ওই ছাত্রীকে সিঁদুরও পরিয়ে দিয়েছিল যুবক। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷ ছবি প্রকাশ্যে আসার জেরে পরিবারের প্রশ্নের মুখে পড়ে অপমানে আত্মঘাতী হল ওই ছাত্রী৷

মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নিজামপুরে৷ দশম শ্রেণির ওই ছাত্রী মঙ্গলবার সকালে বাড়িতে একাই ছিল৷ তার মা সেই সময় কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন৷ ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে আসে তারই এক সহপাঠী৷ কিন্তু ডাকাডাকি করলেও বন্ধুর সাড়া না পেয়ে বিষয়টি প্রতিবেশীদের জানায় সে৷

আরও পড়ুন: দু' বছরের মেয়ের কান্না থামছিল না, শান্ত করতে খুন করল ১৯ বছরের বাবা!

প্রতিবেশীরা এসে দেখেন, ওই ছাত্রী ভিতর থেকে বাড়ির দরজা বন্ধ করে রেখেছে৷ এর পর দরজা ভেঙে ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ছাত্রীকে৷ ওই ছাত্রীর পরিবারের দাবি, পূর্ব মেদিনীপুরের মেচেদার একটি ছেলের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। সম্প্রতি ওই যুবক ছাত্রীকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷ সেই ছবি ছাত্রীর পরিচিত অনেকেরই নজরে আসে৷

এর পরেই ওই ছাত্রীর কাছে যুবকের পরিচয় জানতে চায় তার পরিবারের সদস্য এবং বাবা-মা৷ বিষয়টি নিয়ে অপমানিত হয়েই ছাত্রী আত্মঘাতী হয়েছে বলে মনে করছেন তার পরিবারের সদস্যরা৷ খবর পেয়ে দাসপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। যদিও পরিবার সূত্রে খবর, এই ছবি ভাইরাল হওয়ার পরেই সোমবার রাতেই তারা পুটো বিষয়টি দাসপুর থানায় জানিয়েছেন। দাসপুর পুলিশ সূত্রে খবর পুরো বিষয়টি খতিয়ে দেখছে। খোঁজ চলছে ওই যুবকেরও৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Paschim Medinipore, Viral photo