অপরাধ পৌষমেলায় চাঁদা না দেওয়া! সপ্তম শ্রেণীর ছাত্রীকে রেপের চেষ্টা...
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
বারুইপুরের নবগ্রামের ঘটনা। পৌষ সংক্রান্তির মেলা উপলক্ষে পরিবারপিছু এক হাজার টাকা চাঁদা দাবি করে মেলা কর্তৃপক্ষ।
#বারুইপুর: চাঁদা না দেওয়ায় সপ্তম শ্রেণির পড়ুয়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। বারুইপুরের নবগ্রামের ঘটনা। পৌষ সংক্রান্তির মেলা উপলক্ষে পরিবারপিছু এক হাজার টাকা চাঁদা দাবি করে মেলা কর্তৃপক্ষ। সেই চাঁদা না দেওয়ায় সোমবার দুপুরে পড়ুয়ার বাড়িতে হামলা চলে বলে অভিযোগ। ঘটনার পিছনে রাজনৈতিক হিংসা চরিতার্থের অভিযোগ উঠেছে ৷
পাঁচ-ছয় জনের দল উন্মত্ত অবস্থায় চড়াও হয়। বাড়িতে চলে ভাঙচুর । মহিলাদের মারধরের অভিযোগ। সপ্তম শ্রেণির পড়ুয়াকে ঘরে আটকে ধর্ষণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ নেপাল সরদার ও তার দলবলের বিরুদ্ধে। পরিবারের দাবি, বিজেপি করায় পূর্ব পরিকল্পনা করেই এই হামলা চালিয়েছে স্থানীয় তৃণমূল কর্মীরা। পাল্টা অভিযুক্তদের দাবি, চাঁদা চাইতে গেলেও, মারধর-ধর্ষণের চেষ্টা হয়নি। বরং তাঁদের উপরই হামলা হয়েছে। বারুইপুর থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। পুজো নিয়ে গন্ডগোল। এর সঙ্গে দলের কোনও যোগ নেই, দাবি স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
January 21, 2020 2:17 PM IST