Viral News|| দশম শ্রেণির ছাত্রীকে স্কুল চলাকালীন থেকে ডেকে আনে ২ যুবক! তারপর যা ঘটল...

Last Updated:

Viral News: পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার অন্তর্গত ষড়রঙ মধুসূদন বিদ্যাপীঠ স্কুলের দশম শ্রেণীর ছাত্রীকে প্রকাশ্যে মারধর করার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#দাঁতন: দশম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে মারধর করে ভিডিও ভাইরাল করার অপরাধে এক যুবককে গ্রেফতার করল দাঁতন থানার পুলিশ। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার অন্তর্গত ষড়রঙ মধুসূদন বিদ্যাপীঠ স্কুলের দশম শ্রেণীর ছাত্রীকে প্রকাশ্যে মারধর করার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ঘটনার সঙ্গে যুক্ত এক যুবককে।
সূত্রের খবর, গত ২০ ফেব্রুয়ারি ওই স্কুলছাত্রীকে স্কুল থেকে ডেকে নিয়ে গিয়ে স্কুলের বাইরে কোনও এক জায়গায় প্রকাশ্যে মারধর করার ভিডিও ভাইরাল করা হয়। এরপর ঘটনা যখন স্কুলছাত্রীর বাড়ির লোক জানতে পারেন, তাঁরা স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে বিষয়টি দেখার অনুরোধ জানান। কিন্তু স্কুল চত্বরে ঘটনাটি না ঘটায়, স্কুল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিতে পারবে না বলে জানিয়ে দেয়।
advertisement
আরও পড়ুন: ২ মাস কেউ খোঁজ রাখেনি! খড়্গপুর আইআইটি ক্যাম্পাস থেকে অধ্যাপকের পচাগলা দেহ উদ্ধার
তবে, পরিবারের পাশে থাকার আশ্বাস দেয় স্কুল কর্তৃপক্ষ। এরপর বাড়ির লোকজন দাঁতন থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং মঙ্গলবার রাতে ওই ঘটনার সঙ্গে যুক্ত এক যুবককে ষড়রঙ এলাকা গ্রেফতার করে দাঁতন থানার পুলিশ। ধৃত যুবককে বুধবার সকালে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর আদালতে। আদালত ধৃত ওই যুবককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। তবে ঘটনার মূল অভিযুক্ত পলাতক। পুলিশ মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো শুরু করেছে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার। মহিলার ওপর শারীরিক অত্যাচারের অপরাধে মামলা দায়ের করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দাঁতন থানার পুলিশ।
advertisement
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News|| দশম শ্রেণির ছাত্রীকে স্কুল চলাকালীন থেকে ডেকে আনে ২ যুবক! তারপর যা ঘটল...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement