হাওড়ায় সমবায় ব্যাঙ্কের ভোট ঘিরে তৃণমূল-সিপিএম সংঘর্ষ
Last Updated:
সিপিএমের অভিযোগ, কোনা খালিয়া হাইস্কুলে বুথ দখল করে তৃণমূল। পাল্টা অভিযোগ তৃণমূলের। এরপরই দু’পক্ষের মারামারি শুরু হয়।
#হাওড়া: হাওড়ায় সমবায় ব্যাঙ্কের ভোট ঘিরে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। সিপিএমের অভিযোগ, কোনা খালিয়া হাইস্কুলে বুথ দখল করে তৃণমূল। পাল্টা অভিযোগ তৃণমূলের। এরপরই দু’পক্ষের মারামারি শুরু হয়। বাড়ি, বাইক ভাঙচুর করা হয়। সংঘর্ষের জেরে প্রায় আধ ঘণ্টা ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ ছিল ।
রবিবার হাওড়ায় বেশ কয়েকটি সমবায় ব্যাঙ্কে ভোট ছিল। আর সেই ভোট ঘিরেই ব্যাপক সংঘর্ষে জড়াল সিপিএম ও তৃণমূল কংগ্রেস। জগদীশপুর চামরাইল ক্রেডিট সোসাইটির পরিচালন সমিতির ভোট চলছিল লিলুয়ার কোনা খালিয়া হাইস্কুলে। সিপিএমের অভিযোগ, ভোট চলাকালীন বুথ দখল করে তৃণমূল। বাধা দিতেই শুরু হয় দু’পক্ষের মারামারি। পাল্টা অভিযোগ তৃণমূলের।
লোহার রড, বাঁশ দিয়ে মারধরের অভিযোগ স্থানীয়দের। বাড়িঘর ও বাইক ভাঙচুর করে পুকুরে ফেলে দেয় বিক্ষোভকারীরা। দু’পক্ষের ইটবৃষ্টিতে আহত হন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। বেনারস রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করে সিপিএম। হাওড়া কমিশনারেটের এসিপি নর্থ ভাবনা গুপ্তা ঘটনাস্থলে যান। লিলুয়া থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। ভোট শান্তিপূর্ণ করার জন্য পুলিশকে নির্দেশ দেন সমবায়মন্ত্রী।
advertisement
advertisement
ঘটনার জেরে প্রায় আধ ঘণ্টা বন্ধ ছিল ভোটগ্রহণ। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2017 8:25 AM IST