জাতীয় সড়ক ভিজল রক্তে, স্কুটি নিয়ে আর বাড়ি ফেরা হল না সিভিক ভলান্টিয়ারের
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সিভিক ভলান্টিয়ার। দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার অন্তর্গত ভাষা বিডিও অফিস ও পথের সাথির মাঝে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপরে এই পথ দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মৃতের নাম সৌমজিত চক্রবর্তী, বয়স ৩২ বছর, বাড়ি ট্যাংরার ১০ নম্বর কার্তিক মণ্ডল লেন জেলে পাড়ায়।
অর্পণ মণ্ডল, বিষ্ণুপুর: পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সিভিক ভলান্টিয়ার। দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার অন্তর্গত ভাষা বিডিও অফিস ও পথের সাথির মাঝে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপরে এই পথ দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মৃতের নাম সৌমজিত চক্রবর্তী, বয়স ৩২ বছর, বাড়ি ট্যাংরার ১০ নম্বর কার্তিক মণ্ডল লেন জেলে পাড়ায়।
পুলিশ সূত্রে খবর, সিভিক ভলান্টিয়ার ডিউটি সেরে, পার্টটাইমে ব্লাড ব্যাঙ্কেও কাজ করত। সেই মতো গতকাল স্কুটি নিয়ে বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঘির হাট পোলের ভিতরে কডলাইফ ব্লাড কালেকশানের রির্পোট নিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি।
জানা গিয়েছে, বাড়ির লোকেদের সঙ্গে রাত দেড়টার সময়েও কথা হয়। কিন্তু, তারপর থেকেই তাঁর ফোন সুইচড অফ ছিল বলে দাবি পরিবারের। এরপরেই তাঁরা বিষয়টি তিলজলা থানায় জানায়। তিলজলা থানা থেকে খবর যায় বিষ্ণুপুর থানায়।
advertisement
advertisement
এরপরেই পরিবারকে থানার পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনায় আহত হয়ে আমতলা গ্রামীন হাসপাতালে ভর্তি রয়েছেন সৌমজিত। পরিবারের লোকেরা হাসপাতালে এসে জানতে পারেন মারা গিয়েছেন তিনি। বাবা মায়ের এক মাত্র সন্তান সৌমজিতের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ গোটা পরিবার।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 14, 2025 2:23 PM IST