Civic Volunteer: নকল পুলিশ সেজে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ! গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার সহ আরও ৭
- Published by:Sneha Paul
- local18
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
Civic Volunteer: ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন সিভিক ভলেন্টিয়ার সহ আরও ৭ জন, উদ্ধার হয়েছে পুলিশ স্টিকার লাগানো ৩টি গাড়ি।
ডোমকল, মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায়ঃ নকল পুলিশ সেজে এক ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ। ডোমকলের সিভিক ভলেন্টিয়ার সহ আরও ৭ জনের বিরুদ্ধে অভিযোগের তির। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সহ বাকিরা। সেই সঙ্গেই উদ্ধার হয়েছে পুলিশ স্টিকার লাগানো ৩টি গাড়ি।
জানা যায়, মুর্শিদাবাদের ডোমকল থানার বাজিতপুর শেখপাড়ার লালচাঁদ শেখ নামে এক ব্যবসায়ীকে গতকাল সন্ধ্যায় অপহরণ করা হয়। ডোমকল থানার পুলিশ সেই ঘটনার কথা জানতে পেরে তদন্ত শুরু করে। ওই ব্যবসায়ীকে উদ্ধার করার পাশাপাশি পুলিশ স্টিকার লাগানো ৩টি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ।
আরও পড়ুনঃ আসানসোলের গর্ব! আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় জোড়া পদক জয় পৌষালীর, বিশ্বমঞ্চে উজ্জ্বল ভারতের নাম
এই ঘটনার সূত্রেই ডোমকল থানার সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়। পুলিশের জালে হুমায়ুন কবির নামে ওই সিভিক ভলেন্টিয়ার সহ আরও ৭ জন। জানা যাচ্ছে, ওই সিভিক ভলেন্টিয়ার ডোমকলের মৃত বিধায়ক জাফিকুল ইসলামের কাকার ছেলে।
advertisement
advertisement
এখানেই শেষ নয়! আরও জানা যাচ্ছে, অপহৃত ব্যবসায়ী লালচাঁদ শেখদের পারিবারিক জমি নিয়ে সমস্যা চলছিল। ওই জমিকে কেন্দ্র তাঁকে কিডন্যাপ করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। ধৃতদের আজ বহরমপুর জেলা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
October 16, 2025 1:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Civic Volunteer: নকল পুলিশ সেজে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ! গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার সহ আরও ৭