পোস্ট অফিসে ১২ লক্ষের এফডি, টাকা তুলতে গিয়ে মাথায় হাত পরিবারের! জামালপুরে সিআইডি-র জালে এজেন্ট
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
২০২১ সালে জামালপুর সাব পোস্ট অফিসে ওই এফডি করে পাল পরিবার৷
পোস্ট অফিসে ১২ লক্ষ টাকা রেখেও ফেরত পায়নি পরিবার৷ পূর্ব বর্ধমানের জামালপুর উপ-ডাকঘরের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিল জামালপুরেরই বাসিন্দা একটি পরিবার৷ প্রতারণার এই ঘটনায় এবার পোস্ট অফিসের এক এজেন্টকে গ্রেফতার করল সিআইডি৷
জানা গিয়েছে, ধৃত ওই এজেন্টের নাম হৃদয় রঞ্জন মাইতি। জামালপুর উপ ডাকঘরের অদূরে বিশ্বাসপাড়ার বাসিন্দা ছিলেন ধৃত এই পোস্টাল এজেন্ট৷ প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশেই পোস্ট অফিসে প্রতারণার এই অভিযোগের তদন্ত করছে সিআইডি৷ পুলিশের ভূমিকাও খতিয়ে দেখতে বলেছিল হাইকোর্ট৷
২০২১ সালে জামালপুর সাব পোস্ট অফিসে ওই এফডি করে পাল পরিবার৷ পাল পরিবারের সদস্য সুরজিৎ পাল জানিয়েছেন , ২০২১ সালে ১ বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে তাঁরা সবমিলিয়ে ১২ লক্ষ ২০ হাজার টাকা জামালপুর সাব পোস্ট অফিসে জমা দিয়েছিলেন। জামালপুর সাব- পোস্ট অফিসের তৎকালীন পোস্ট মাস্টার বিদ্যুৎ সুর ওই টাকা গ্রহণ করে নিয়ে শীল স্ট্যাম্প দিয়ে তাঁদের পরিবারের সবার অ্যাকাউন্ট বই ইস্যু করে দেন বলে সুরজিৎ জানিয়েছেন।
advertisement
advertisement
ফিক্সড ডিপোজিটের মেয়াদ ১ বছর উত্তীর্ণ হওয়ার আগেই কঠিন রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুরজিৎতের মা রাধারানি দেবী। তাঁকে চিকিৎসার জন্য কলকাতা সহ ভিন রাজ্যের হাসপাতালে নিয়ে যেতে হয়। তখন টাকার খুব প্রয়োজন হয়ে পড়লে পাল পরিবারের সদস্যরা অগ্রিম ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে টাকা তুলে নেওয়ায় জন্য জামালপুর সাব পোস্ট অফিসে যান। তখনই পোস্ট মাস্টারের কথা শুনে তাঁদের মাথায় হাত পড়ে যায়। ফিক্সড ডিপোজিটের টাকা ফেরত পায়নি ওই পরিবার৷ টাকা ফেরাতে অস্বীকার করেন পোস্ট মাস্টারও৷ পাল পরিবারের সদস্যরা বুঝতে পারেন, তাঁরা প্রতারিত হয়েছেন।
advertisement
অভিযোগ টাকা ফেরত না পেয়ে জামালপুর থানায় অভিযোগ জানায় ওই পরিবার৷ যদিও পুলিশও প্রথমে ওই পরিবারটিকে সাহায্য করেনি বলে অভিযোগ৷ শেষে হাইকোর্টে মামলা দায়ের করে ওই পরিবার৷ গত ফেব্রুয়ারি মাসে এই ঘটনায় সিআইডি-কে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট৷ জামালপুর থানার ভূমিকাও খতিয়ে দেখার জন্য সিআইডি-কে নির্দেশ দেন বিচারপতি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 30, 2025 3:51 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পোস্ট অফিসে ১২ লক্ষের এফডি, টাকা তুলতে গিয়ে মাথায় হাত পরিবারের! জামালপুরে সিআইডি-র জালে এজেন্ট