Christmas Day: বাল্বে বন্দি স‍্যান্টা! ক্রিসমাসের আগেই এ কী কাণ্ড? আসল ঘটনা জানলে চমকে যাবেন

Last Updated:

চারিদিকে কাঁচের দেওয়াল, ভিতরে গিফটের ঝোলা হাতে আটক হয়েছেন স্যান্টাক্লজ।

+
স্যান্টাক্লজ

স্যান্টাক্লজ

বাঁকুড়া: বাল্বের ভিতরে স্যান্টাক্লজ। একটি বাল্বের ভিতরে ঢুকে গেলেন স্যান্টাক্লজ, আর কাঁধে ঝুলছে গিফটের ঝোলা। এমন এক কাণ্ড করে বসলেন বাঁকুড়ার এক শিল্পী। ২৫ডিসেম্বর এর আগে আবর্জনার স্তূপ থেকে দুটি বাল্ব কিনে নিয়ে এসে বাল্বের ভিতরে মাটি ঢুকিয়ে তৈরি করেছেন স্যান্টাক্লজকে। বাল্বের উপরের অংশটি চওড়া, সেই কারণে স্যান্টাক্লজের কাঁধে গিফটের ঝোলা ঝোলানো সম্ভব হয়েছে।
স্যান্টাক্লজের পরনে রয়েছে লাল পোশাক, সাদা দাড়ি এবং মাথায় বড়দিনের টুপি। বাঁকুড়ার পাঠকপাড়ার আদি নিবাসী এবং জুনবেদিয়ার বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় তৈরি করেছেন এই স্যান্টাক্লজকে। পেশায় চিত্রশিল্পী হলেও নেশায় শিল্পের নতুনত্ব ভাবনা তুলে ধরতে পছন্দ করেন তিনি।
advertisement
advertisement
দীর্ঘ তিন দশকের উপর সময় ধরে শিল্পচর্চা করছেন তিনি। চোখে বসেছে চশমা! তবুও কাজের সুক্ষতা বরঞ্চ বেড়েছে। সূক্ষ্ম কাজ করতে পছন্দ করেন শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। নিজের কাজের মাধ্যমে নিজের ছোট ছোট ছাত্র-ছাত্রীকে অনুপ্রাণিত করতে চান তিনি। সে কারণেই বিভিন্ন ধরনের কাজ করে থাকেন চিত্রশিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। ইন্দ্রনীল চট্টোপাধ্যায় জানান, “আমি বরাবরই নতুনত্ব কিছু করতে পছন্দ করি। যাতে মানুষের মনে একটা দাগ কাটতে পারি। শিল্প মানে নতুন কিছু ভাবনা এবং নতুন কিছু করে দেখান।”
advertisement
এর আগে কালীপুজোর সময় অর্ধেক ইঞ্চির মা কালী থেকে চার সেন্টিমিটারের মা কালী সঙ্গে আখরোটের উপর মা দুর্গা, বোতলের ভিতর মা দুর্গা এবং মা কালী বানিয়ে দাগ কেটেছিলেন এই শিল্পী। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সময় বানিয়েছিলেন, বোতলবন্দী বিরাট কোহলিকে।
advertisement
এক দশক আগে সৌরভ গাঙ্গুলীকে উপহার দিয়েছেন “বোতলবন্দী দাদা”। এবার বড়দিনের আগে তৈরি করলেন বাল্ববন্দি সান্টা ক্লজকে। প্রান্তিক বাঁকুড়া থেকেও কিভাবে মৌলিক শিল্পচর্চা করা যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন অভিজ্ঞ এই শিল্পী।
নীলাঞ্জন ব্যানার্জী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Christmas Day: বাল্বে বন্দি স‍্যান্টা! ক্রিসমাসের আগেই এ কী কাণ্ড? আসল ঘটনা জানলে চমকে যাবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement