Christmas Day: বাল্বে বন্দি স‍্যান্টা! ক্রিসমাসের আগেই এ কী কাণ্ড? আসল ঘটনা জানলে চমকে যাবেন

Last Updated:

চারিদিকে কাঁচের দেওয়াল, ভিতরে গিফটের ঝোলা হাতে আটক হয়েছেন স্যান্টাক্লজ।

+
স্যান্টাক্লজ

স্যান্টাক্লজ

বাঁকুড়া: বাল্বের ভিতরে স্যান্টাক্লজ। একটি বাল্বের ভিতরে ঢুকে গেলেন স্যান্টাক্লজ, আর কাঁধে ঝুলছে গিফটের ঝোলা। এমন এক কাণ্ড করে বসলেন বাঁকুড়ার এক শিল্পী। ২৫ডিসেম্বর এর আগে আবর্জনার স্তূপ থেকে দুটি বাল্ব কিনে নিয়ে এসে বাল্বের ভিতরে মাটি ঢুকিয়ে তৈরি করেছেন স্যান্টাক্লজকে। বাল্বের উপরের অংশটি চওড়া, সেই কারণে স্যান্টাক্লজের কাঁধে গিফটের ঝোলা ঝোলানো সম্ভব হয়েছে।
স্যান্টাক্লজের পরনে রয়েছে লাল পোশাক, সাদা দাড়ি এবং মাথায় বড়দিনের টুপি। বাঁকুড়ার পাঠকপাড়ার আদি নিবাসী এবং জুনবেদিয়ার বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় তৈরি করেছেন এই স্যান্টাক্লজকে। পেশায় চিত্রশিল্পী হলেও নেশায় শিল্পের নতুনত্ব ভাবনা তুলে ধরতে পছন্দ করেন তিনি।
advertisement
advertisement
দীর্ঘ তিন দশকের উপর সময় ধরে শিল্পচর্চা করছেন তিনি। চোখে বসেছে চশমা! তবুও কাজের সুক্ষতা বরঞ্চ বেড়েছে। সূক্ষ্ম কাজ করতে পছন্দ করেন শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। নিজের কাজের মাধ্যমে নিজের ছোট ছোট ছাত্র-ছাত্রীকে অনুপ্রাণিত করতে চান তিনি। সে কারণেই বিভিন্ন ধরনের কাজ করে থাকেন চিত্রশিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। ইন্দ্রনীল চট্টোপাধ্যায় জানান, “আমি বরাবরই নতুনত্ব কিছু করতে পছন্দ করি। যাতে মানুষের মনে একটা দাগ কাটতে পারি। শিল্প মানে নতুন কিছু ভাবনা এবং নতুন কিছু করে দেখান।”
advertisement
এর আগে কালীপুজোর সময় অর্ধেক ইঞ্চির মা কালী থেকে চার সেন্টিমিটারের মা কালী সঙ্গে আখরোটের উপর মা দুর্গা, বোতলের ভিতর মা দুর্গা এবং মা কালী বানিয়ে দাগ কেটেছিলেন এই শিল্পী। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সময় বানিয়েছিলেন, বোতলবন্দী বিরাট কোহলিকে।
advertisement
এক দশক আগে সৌরভ গাঙ্গুলীকে উপহার দিয়েছেন “বোতলবন্দী দাদা”। এবার বড়দিনের আগে তৈরি করলেন বাল্ববন্দি সান্টা ক্লজকে। প্রান্তিক বাঁকুড়া থেকেও কিভাবে মৌলিক শিল্পচর্চা করা যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন অভিজ্ঞ এই শিল্পী।
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Christmas Day: বাল্বে বন্দি স‍্যান্টা! ক্রিসমাসের আগেই এ কী কাণ্ড? আসল ঘটনা জানলে চমকে যাবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement