গান গেয়ে খেলনা কেনার টাকা জমিয়েছিল খুদে, দান করল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে

Last Updated:

বাবা কে বলল, ‘‌তুমি খেলনা কিনে দিও আমায়। আর আমার খেলনা কেনার টাকাটা মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে দিয়ে দাও।’‌

#‌গোবরডাঙা:‌ নানা মঞ্চে গান গেয়ে খেলনা কেনার জন্য টাকা জমিয়ে ছিল খুদে শিল্পী। আর সেই টাকা থেকেই কিছু রাখা ছিল। সে খেলনা কিনতে চায়। তাই আলাদা করে জমাচ্ছিল টাকা। কিন্তু এর মধ্যেই শুরু হয় করোনা আতঙ্ক। বিপর্যয় মোকাবিলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেন সব মানুষের কাছে। আর টিভির পর্দায় সেই আবেদন শুনে মন বদল করে সে। বাবা কে বলল, ‘‌তুমি খেলনা কিনে দিও আমায়। আর আমার খেলনা কেনার টাকাটা মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে দিয়ে দাও।’‌
উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গার ছ’‌বছর বয়সী ছোট্ট মেয়েটির নাম দেবাঙ্কিতা বন্দ্যোপাধ্যায়। তার এই খুদে মেয়ের এই কথা শুনে চমকে ওঠেন বাবা ও মা। বেসরকারি ইংলিশ মিডিয়ামে পড়া এই কন্যা গানের সঙ্গে যুক্ত ছোটবেলা থেকেই। বছর খানেক ধরে মঞ্চে উঠেও গানেও গাইছে সে। জনপ্রিয় ছায়াছবির গান সে গায়। আর তা থেকে টাকা পেয়েই এতদিনের সঞ্চয়। কোমল মনের মেয়ের ইচ্ছায় পূজোর সময় গরীব ছেলে মেয়েদের ও তাঁদের মায়েদের হাতে নতুন পোশাক দিয়েছিল গোবরডাঙ্গার বন্ধোপাধ্যায় পরিবারকে। আর এবার করোনা মোকাবিলায় অংশ নিল সে।
advertisement
নোভেল করোনা ভাইরাস কবলে দেশ। তার জেরে লক ডাউন চলছে। ঘরের বাইরে বের হচ্ছে না সে–ও। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘‌করোনা ভাইরাস’‌–এর মোকাবিলায় রাত দিন জেগে নিজের জীবনকে বাজি রেখে দৌঁড়াচ্ছেন। এই খবর সে বারংবার টিভির পর্দায় দেখেছে। ওদিকে বার্ষিক পরীক্ষা শেষ। নতুন ক্লাসে আ্যডমিশনও হয়নি। লক ডাউনে বাইরে যাওয়ার উপায় নেই। তাই পরীক্ষার পর জমানো টাকায় অনেক খেলনা কিনার পরিকল্পনা ছিল। কিন্তু করোনা ভাইরাসের জেরে তার মধ্যেও ভয় দেখা দেয়।। তাই খেলনা না কিনে, খেলনা কেনার জন্য জমানো টাকা দিয়ে দেওয়ার কথা বলে সে। মেয়ের ইচ্ছা মতো জমানো দশ হাজার টাকার পুরোটাই তুলে দেওয়া হল মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে।
advertisement
advertisement
Rajarshi Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গান গেয়ে খেলনা কেনার টাকা জমিয়েছিল খুদে, দান করল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement