Accident: মহেশতলায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় শিশু মৃত্যু, এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ ও RAF
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের দৌলতপুর ফুলবাগানের বাসিন্দা এক সাইকেল আরোহী ১২ বছরের শিশুকে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা।
দক্ষিণ ২৪ পরগনা: মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের দৌলতপুর ফুলবাগানের বাসিন্দা এক সাইকেল আরোহী ১২ বছরের শিশুকে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। স্থানীয়দের দাবি গাড়ির চালক এবং খালাসী দুজনেই মদ্যপ্য অবস্থায় ছিল। মাথার উপর দিয়ে ওই ট্রাকের চাকা উঠে যাওয়ায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এরপর উত্তেজিত জনতা ওই গাড়ির পেছনে ধাওয়া করে গাড়িটিকে ধরে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছালে উত্তেজিত জনতা ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি নির্বিচারে ভারি ভারি ট্রাকগুলি এই রাস্তা দিয়ে বেপরোয়া ভাবে দীর্ঘদিন ধরেই চলাচল করছে। বহুবার স্পিড বেকারের দাবি করা সত্ত্বেও তাতে কর্ণপাত করা হয়নি। বাধ্য হয়েই ঘটনাস্থলে আনতে হয় র্যাফ বাহিনীকে।
advertisement
advertisement
আপাতত ঘাতক গাড়িটিকে ঘিরে ধরে চলছে স্থানীয়দের বিক্ষোভ। তাদের দাবি ঘটনাস্থলে গাড়ির মালিককে আসতে হবে। তবে ঘটনার খানিক বাদেই গাড়ির চালক এবং খালাসিকে আটক করেছে মহেশতলা থানার পুলিশ। মৃত্যুতে এলাকায় শোকের ছায়া ছায়া নেমে এসেছে। শিশুটি ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2025 6:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: মহেশতলায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় শিশু মৃত্যু, এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ ও RAF