Bongaon Child Hero: কৃষ নামের জাদু ! সিনেমায় হৃতিকের মতো বনগাঁর কৃষ বিরাট হিরো! বাবার অধরা স্বপ্নপূরণ করছে ছোট ছেলে, চিনুন

Last Updated:

বর্তমানে কৃষের প্রতিটি নতুন ভিডিও আপলোড হলেই, মুহূর্তে তা হয়ে যাচ্ছে ভাইরাল। যা প্রশংসা কুড়োচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও

+
News18

News18

উত্তর ২৪ পরগনা: আট বছরের এই ছেলেই এখন বনগাঁর নতুন হিরো! তার ভাইরাল ভিডিওতেই মুগ্ধ নেটদুনিয়া। মাত্র আট বছর বয়সে অসাধারণ কণ্ঠস্বর আর সঙ্গীত প্রতিভা দিয়ে নেটদুনিয়ার নজর কেড়ে নিয়েছে উত্তর ২৪ পরগনার সীমান্ত শহর বনগাঁর ছোট্ট ছেলে কৃষ মণ্ডল। দাদা কিশোর মণ্ডলের সঙ্গে গাওয়া গানের নানা ভিডিও এখন ব্যাপক ভাইরাল সমাজ মাধ্যমে। লাখো লাখো মানুষ দেখছেন তাদের প্রতিভা। প্রশংসায় ভরছে ভিডিওর কমেন্ট বক্স।
কৃষ ও কিশোর — দুই ভাই বনগাঁরই বাসিন্দা। পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বাবা বিদুষ মণ্ডলের স্বপ্ন ছিল গায়ক হওয়ার, কিন্তু সে স্বপ্ন পূরণ না হওয়ায় তিনি নিজের দুই ছেলেকে সঙ্গীতচর্চায় উদ্বুদ্ধ করেন। ছোট থেকেই গানের পরিবেশে বড় হওয়া কৃষ দাদার সঙ্গেই রেওয়াজ করত, এবং সেখান থেকেই তার সঙ্গীত প্রতি ভালোবাসা জন্মায়। কৃষের গলায় ভাইরাল হওয়া গান শুনে অনেকেই বলছেন, এত কম বয়সে এমন গান গাওয়া বিরল।
advertisement
advertisement
বর্তমানে কৃষের প্রতিটি নতুন ভিডিও আপলোড হলেই, মুহূর্তে তা হয়ে যাচ্ছে ভাইরাল। যা প্রশংসা কুড়োচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও। অনেকে বলছেন, কৃষ যদি সঠিক প্রশিক্ষণ পায় এবং এই ধারা বজায় রাখে, ভবিষ্যতে তাকে জাতীয় স্তরের গায়ক হিসেবে দেখারও সম্ভাবনা প্রবল। নতুন এই গানের হিরোকে নিয়ে এখন তাই মজে সীমান্ত শহর।
advertisement
Rudra Narayan Roy 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bongaon Child Hero: কৃষ নামের জাদু ! সিনেমায় হৃতিকের মতো বনগাঁর কৃষ বিরাট হিরো! বাবার অধরা স্বপ্নপূরণ করছে ছোট ছেলে, চিনুন
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement