Chhau Dance: ছৌ নৃত্যের মঞ্চ কাপাচ্ছেন এক ঝাঁক সিভিক ভলেন্টিয়ার! জানেন কোথায়?
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Chhau Dance: উৎসবের দিনগুলোতে যখন পরিবারকে নিয়ে সবাই আনন্দে মেতে থাকেন তখনও তাদের দেখা যায় কোথাও যানজট নিয়ন্ত্রণ করতে, কোথাও আবার জরুরি পরিষেবায় ব্যস্ত থাকতে। এবার সেই সিভিক ভলেন্টিয়ারদেরই দেখা গেল এক অভিনব রূপে।
পুরুলিয়া: রোদ, জল, ঝড়, বৃষ্টি মাথায় করে প্রতিনিয়ত সাধারণ মানষকে পরিষেবা দিয়ে থাকেন সিভিক ভলেন্টিয়াররা। উৎসবের দিনগুলোতে যখন পরিবারকে নিয়ে সবাই আনন্দে মেতে থাকেন তখনও তাদের দেখা যায় কোথাও যানজট নিয়ন্ত্রণ করতে, কোথাও আবার জরুরি পরিষেবায় ব্যস্ত থাকতে। এবার সেই সিভিক ভলেন্টিয়ারদেরই দেখা গেল এক অভিনব রূপে। পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্যের মঞ্চ কাপাচ্ছেন এক ঝাঁক সিভিক ভলেন্টিয়াররা। মহিষাসুরমর্দিনী পালায় কেউ সাজেন কার্তিক, কেউ শিব-দুর্গা , কেউ আবার অশুর। এরা সকলেই পুরুলিয়ার বরাবাজার থানায় কর্মরত। তাঁদের ২৫ জনের একটি টিম রয়েছে।
বছরের বিভিন্ন সময় তারা ছৌ নৃত্যের অনুষ্ঠান করে থাকেন। সারাদিন এরা বিভিন্ন জায়গায় ডিউটি করেন। এরই পাশাপাশি তালিম নেন ছৌ নৃত্যের। নিজেদের শিল্পকলাকে কোনওভাবেই নষ্ট হতে দেননি এই সিভিক ভলেন্টিয়াররা। শিল্পীসত্তাকে বাঁচিয়ে রেখে প্রতিনিয়ত নিজেদের কর্মযজ্ঞে মগ্ন থাকেন তারা। এই সমস্ত সিভিক ভলেন্টিয়াররা যাতে নিজেদের শিল্পকলাকে এগিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য তাদেরকে সমস্ত দিক থেকেই উৎসাহিত করেন বরাবাজার থানার আইসি পার্থসারথি চক্রবর্তী। তিনি সম্পূর্ণভাবে এই সিভিক ভলেন্টিয়ারদের সহযোগিতা করে চলেন। থানায় যে কোনও অনুষ্ঠানে বরাবাজার থানার এই সিভিক ভলেন্টিয়ারের ছৌ নাচের টিম নৃত্য পরিবেশন করে থাকেন।
advertisement
advertisement
এ বিষয়ে ছৌ নৃত্য দলের সিভিক ভলেন্টিয়াররা বলেন , কাজের পাশাপাশি তারা নিজেদের শিল্পকলাকে বাঁচিয়ে রেখেছেন। বিভিন্ন সময়ে তারা অনুষ্ঠানের ডাক পেয়েও যেতে পারেন না কাজের চাপ থাকলে। তবুও তারা সমস্ত দিক থেকেই চেষ্টা করে চলেছেন এই নৃত্যকে টিকিয়ে রাখার। থানার পক্ষ থেকেও যথেষ্ট সহযোগিতা পান তারা।
মনের ইচ্ছা শক্তি যদি প্রখর থাকে তাহলে সমস্ত প্রতিকূলতাকেই হার মানিয়ে এগিয়ে যাওয়া সম্ভব। তাই হাজারও কর্মব্যস্ততার মাঝে ছৌ নৃত্যশিল্পকে এগিয়ে নিয়ে চলেছেন বরাবাজার থানার এই সিভিক ভলেন্টিয়াররা। তাদের কর্মকাণ্ডে গর্বিত গোটা জঙ্গলমহল।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2025 8:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chhau Dance: ছৌ নৃত্যের মঞ্চ কাপাচ্ছেন এক ঝাঁক সিভিক ভলেন্টিয়ার! জানেন কোথায়?