Chess: বাবা ভালবাসেন দাবা, সন্তানকেও টেনে নিয়েছে দলে, দু'জনে মিলে দেশ -বিদেশে করছেন কিস্তিমাত

Last Updated:

Chess: দাবার বোর্ডে বাবা মেয়ের এমন যুগলবন্দী, যেন বাংলার দাবাড়ুদের দেখাচ্ছে নতুন পথ

+
দাবাড়ু 

দাবাড়ু 

উত্তর ২৪ পরগনা: ছেলে হোক বা মেয়ে, দাবা পাগল বাবার আগেই ঠিক করা ছিল সন্তানকে শেখাবেন দাবার চালে প্রতিপক্ষকে মাত দেওয়ার রণ কৌশল। সেইমতো কন্যা সন্তান জন্মানোর পর পাঁচ বছর বয়স থেকেই দাবায় হাতে খড়ি হয় স্নেহা হালদারের। স্কুলে পার্ট টাইম শিক্ষকতার কাজ ও টিউশনের পেশা সামলে, মেয়ের মধ্যে দিয়েই নিজের স্বপ্ন পূরণের চেষ্টা চালাচ্ছেন বাবা ভগীরথ হালদার। ইতিমধ্যেই দাবায় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নাম করে ফেলেছে ১৫ বছর ১০ মাস বয়সের মেয়ে স্নেহা হালদার।
২০১৬ সালে ন্যাশনালে সিলভার দিয়ে শুরু, তারপর একাধিকবার ন্যাশনাল ও কমনওয়েলথে সোনা জয়। এশিয়ানে সিলভার, ভারত সরকারের তরফ থেকেও ৮ বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলার জন্য স্নেহাকে বিদেশে পাঠানো হয়েছে। কথাগুলো বলছিলেন স্নেহার প্রথম শিক্ষাগুরু ও বাবা ভগীরথ হালদার। তিনি নিজেও একজন চেস(দাবা) পাগল মানুষ। মেয়ে স্নেহাকে দাবার কোচিং দেওয়ার জন্য এখনও নিয়মকরে নানা ধরনের বই পড়া থেকে খেলার বিষয়ে চর্চা চালিয়ে যান। খোঁজ রাখেন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের দাবারুদের হাল-হকিকতের। তবে স্নেহার এখন লক্ষ্য বাংলার গ্র্যান্ডমাস্টার হয়ে আরও দূরে এগিয়ে যাওয়ার।
advertisement
advertisement
মেয়ের রাজা, মন্ত্রী, গজ, নৌকার দুনিয়ায় ৬৪ খোপের লড়াই এর সঙ্গে, বাবা ভগীরথ হালদারও যেন লড়াই চালাচ্ছেন দাবার বোর্ডে, প্রতিপক্ষ জীবন, দারিদ্রতা। স্নেহা হালদারের স্বপ্ন পূরণের জন্য এখন দেশের গণ্ডি ছাড়িয়ে, বিদেশে খেলা রপ্ত করার জন্য পাড়ি দিতে হয়। সে ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সমর্থ্য জুগিয়ে উঠতে যেন হিমশিম খান হার না মানা স্নেহার দাবার কোচ, তার বাবা। তাই স্পন্সরশীপ মিললে নেহা ও ভগীরথ হালদারের এই যুগলবন্দি লড়াই বাংলার মুকুটে আরও বড় কোন পালোক যোগ করতে পারে।
advertisement
এদিন, হাবরা চেস এসোসিয়েশনের ক্লাসরুমে দাঁড়িয়ে অন্যান্য খুদে খেলোয়াড়দের স্নেহার মতোই এগিয়ে যাওয়ার বার্তা দিলেন কোচ ভগীরথ হালদার। স্নেহাও ছোট ছোট দাবার শিক্ষানবিশদের দিলেন টিপস। আগামী দিনে যাতে স্নেহার মতো বাংলার ছেলে মেয়েরাও দাবায় এগিয়ে যেতে পারে সেই পথই দেখাচ্ছেন কোচ ভগীরথ হালদার। স্নেহাও যেন দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে বাবার সেই স্বপ্ন পূরণে।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chess: বাবা ভালবাসেন দাবা, সন্তানকেও টেনে নিয়েছে দলে, দু'জনে মিলে দেশ -বিদেশে করছেন কিস্তিমাত
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement