Cheerleader Dancing: গ্রাম তো কী হয়েছে, এনটারটেমেন্ট তো হতেই হবে, চিয়ারলিডারদের নাচে জমজমাট টুর্নামেন্ট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Cheerleader Dancing: যেন গোটা একটা আইপিএল খেলার আয়োজন। গান আর তার সঙ্গে নাচতে দেখা গেল চিয়ার লিডারকে।
দক্ষিণ ২৪ পরগনা : গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাঙালির সেরা খেলা ফুটবল। তবে এখন ফুটবলের থেকে ক্রিকেট বেশি জনপ্রিয়তা নজর কেড়েছে। যেন গোটা একটা আইপিএল খেলার আয়োজন। আইপিএলের ধাঁচে গ্রামীণ ক্রিকেট খেলাতে চার মারুক বা আউট হোক বক্সে বেজে উঠল গান আর তার সঙ্গে সঙ্গেনাচতে দেখা গেল চিয়ার লিডারকে। হ্যাঁ এমনই খেলার আয়োজনহয়েছে দক্ষিণ বারাসাত মামা ভাগ্নে ক্লাবে পরিচালনায়।
এদিন এই মামা ভাগ্নের ক্লাবের পরিচালনায় ১৬ টি ক্রিকেট দলের টুর্নামেন্ট শুরু হয়। শুধু দক্ষিণ ২৪ পরগনা নয় এছাড়াও অন্যান্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেছে দল। মঞ্চ বেঁধে হাজির করানো হয়েছে চিয়ারলিডারকে। আর এদিন মাঠে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আয়োজক সূত্রে শুনতে জানা গিয়েছে এই সমস্ত গ্রামীণ এলাকা এখানকার মানুষ মাঠে গিয়ে টিকিট কেটে খেলা দেখার মত সামর্থ্য নেই। এখন আইপিএলের মরশুম চলছে। আর মানুষ এখন টিভির ধাঁচে খেলা দেখতে চায়। তার উপরে মাঠে গিয়ে খেলা দেখতে গেলে এক একজনের টিকিটে হাজার হাজার টাকার দাম। তাই এখানকার মানুষের সেটা সম্ভব না। সেই সমস্ত বিষয়ে মাথায় রেখে এই ধরণের আয়োজন।
advertisement
সারা রাত্রিব্যাপী চলবে এই খেলা টানা দু -দিন ধরে। শুধুমাত্র রাতের বেলায় হবে খেলা। দিনে থাকবে বন্ধ। এছাড়াও দর্শকদের আকর্ষণ করতে সুদূর মুর্শিদাবাদ থেকে আনা হয়েছে খেলা ঘোষণা করার জন্য এক যুবককে। তিনিও টিভির মত করে কমেন্ট্রি করছে যাতে মানুষ একটু বিনোদনের মধ্যেই থাকতে পারে তাই এত বড় আয়োজন। এলাকার দূর-দূরান্ত থেকে প্রচুর দর্শক এসেছে এই খেলা দেখার জন্য।
advertisement
advertisement
Suman Saha
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2024 12:24 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cheerleader Dancing: গ্রাম তো কী হয়েছে, এনটারটেমেন্ট তো হতেই হবে, চিয়ারলিডারদের নাচে জমজমাট টুর্নামেন্ট