১০ বছর পর পুরোপুরি জেলমুক্ত ছত্রধর মাহাত, ফেরার অপেক্ষায় লালগড় 

Last Updated:

ঘাটশিলার মামলাতেও জামিন মঞ্জুর হয়ে যাওয়ায় পুরোপুরি জেলমুক্ত এখন ছত্রধর মাহাতো।

#কলকাতা: কারাবাসের মেয়াদ আগেই কমিয়েছিল হাইকোট৷ তবুও গুটি কয়েক মামলার জন্য় ঝুলে ছিল ভাগ্য৷ অবশেষে কাটল জট৷ এবার ছত্রধর মাহাতর জেলমুক্তির পথে আর কোনও বাধা রইল না। ১০ বছর পর পুরোপুরি জেলমুক্তির অপেক্ষায় জঙ্গলমহলের এককালের দাপুটে নেতা৷ এখন ফেরার অপেক্ষায় নিজের গড়, লালগড়ে৷
রাজ্যে রাজনৈতিক পালাবদলের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় লালগড় আন্দোলন। সেই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন ছত্রধর। 'পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটি'র নেতা৷ ২০০৮ সালে ছত্রধরের নেতৃত্বেই আন্দোলন তুঙ্গে ওঠে। সেবছর নভেম্বরে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ের পথে বিস্ফোরণ নাড়িয়ে দেয় রাজ্য রাজনীতিকে৷ শালবনির ওই বিস্ফোরণের ঘটনায় পুলিশের চোখে অন্যতম অভিযুক্ত ছিলেন ছত্রধর মাহাত।
advertisement
২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর সাংবাদিক বেশে ছত্রধরকে গ্রেফতার করে সিআইডি৷ ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়৷ ২০১৫ সালের মে মাসে ছত্রধরকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় মেদিনীপুর আদালত৷ রায়কে চ্যালেঞ্জ করে কলকতা হাইকোর্টের দ্বারস্থ্য হন ছত্রধর৷ এরপর টানা ৪ বছর শুনানি৷ গতবছর অগাস্টে ছত্রধরের কারাবাসের মেয়াদ কমিয়ে ১০ বছর করেন হাইকোর্টের বিচারপতিরা৷ অন্য় বেশ কয়েকটি মামলাতেও জামিন পেয়ে যান ছত্রধর৷ কিন্তু ঝাড়খণ্ডে একটি ইউএপিএ মামলা চলছিল ছত্রধরের বিরুদ্ধে৷ এবার সেই মামলাতেও জামিন পেয়ে পুরোপুরি জেলমুক্তির পথে ছত্রধর মাহাত৷
advertisement
advertisement
আইনি প্রক্রিয়া শেষ করে এখন যত তাড়াতাড়ি সম্ভব লালগড়ে ফিরতে চান ছত্রধর৷ স্ত্রী নিয়তি মাহাত ইতিমধ্য়েই তৃণমূলের খাতায় নাম লিখিয়েছেন৷ এবার কী ছত্রধরও পাকাপাকিভাবে ঘাসফুলে পা রাখবেন? মুক্তির আগেই ছত্রধরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চর্চায় জঙ্গলমহল৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১০ বছর পর পুরোপুরি জেলমুক্ত ছত্রধর মাহাত, ফেরার অপেক্ষায় লালগড় 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement