চৌবাচ্চায় জল ফেলাকে ঘিরে পারিবারিক বিবাদ, মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
দেওর ও জায়ের বিরুদ্ধে। মুর্শিদাবাদের সুতি থানার ঘটনায় ধৃত দুই মহিলা। মহেন্দ্রপুরের কারবালার ঘটনায় নিহত সবেরা বিবি।
#মহেন্দ্রপুর: দেওর ও জায়ের বিরুদ্ধে। মুর্শিদাবাদের সুতি থানার ঘটনায় ধৃত দুই মহিলা। মহেন্দ্রপুরের কারবালার ঘটনায় নিহত সবেরা বিবি। অভিযোগ, সোমবার চৌবাচ্চায় টিউবওয়েলের জল ফেলাকে কেন্দ্র করে প্রথমে দুই জায়ের মধ্যে গন্ডগোল শুরু হয়।
তা হাতাহাতির পর্যায় পৌঁছয়। তখনই সবেরার দেওর সাজামুল শেখ সহ পরিবারের বাকিরা বাঁশ দিয়ে সবেরা বিবিকে মারতে শুরু করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে ফেলে পালিয়ে যায়। পরিবারের বাকিরা খবর পেয়ে তাঁকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সোমবার রাতে তাঁকে প্রথমে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় এসএশকেএমে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় সবেরা বিবির। বুধবার সকালে তাঁর বাড়িতে দেহ পৌঁছয়। তাঁর স্বামীর অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 12, 2020 9:08 PM IST