corona virus btn
corona virus btn
Loading

চৌবাচ্চায় জল ফেলাকে ঘিরে পারিবারিক বিবাদ, মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ

চৌবাচ্চায় জল ফেলাকে ঘিরে পারিবারিক বিবাদ, মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ

দেওর ও জায়ের বিরুদ্ধে। মুর্শিদাবাদের সুতি থানার ঘটনায় ধৃত দুই মহিলা। মহেন্দ্রপুরের কারবালার ঘটনায় নিহত সবেরা বিবি।

  • Share this:

#মহেন্দ্রপুর: দেওর ও জায়ের বিরুদ্ধে। মুর্শিদাবাদের সুতি থানার ঘটনায় ধৃত দুই মহিলা। মহেন্দ্রপুরের কারবালার ঘটনায় নিহত সবেরা বিবি। অভিযোগ, সোমবার চৌবাচ্চায় টিউবওয়েলের জল ফেলাকে কেন্দ্র করে প্রথমে দুই জায়ের মধ্যে গন্ডগোল শুরু হয়।

তা হাতাহাতির পর্যায় পৌঁছয়। তখনই সবেরার দেওর সাজামুল শেখ সহ পরিবারের বাকিরা বাঁশ দিয়ে সবেরা বিবিকে মারতে শুরু করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে ফেলে পালিয়ে যায়। পরিবারের বাকিরা খবর পেয়ে তাঁকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সোমবার রাতে তাঁকে প্রথমে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় এসএশকেএমে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় সবেরা বিবির। বুধবার সকালে তাঁর বাড়িতে দেহ পৌঁছয়। তাঁর স্বামীর অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়।

First published: February 12, 2020, 9:08 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर