দিনভর উত্তপ্ত বনগাঁ পুরসভা, চলল পুলিশের স্টান গ্রেনেড
Last Updated:
#বনগাঁ: কার দখলে থাকবে বনগাঁ পুরসভা? সেই প্রশ্নেই মঙ্গলবার দফায় দফায় উত্তপ্ত পুরসভা চত্বর।
বনগাঁ পুরসভা সংখ্যা তথ্য
- বনগাঁ পুরসভায় মোট ২২ আসন
advertisement
- ১৯ কাউন্সিলর নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল
- কংগ্রেস, সিপিএম ও নির্দলের ১ জন করে কাউন্সিলর
জুন মাসে ১১ জন কাউন্সিলর বনগাঁ পুরসভার েচয়ারম্যান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা আনেন। তাঁদের সঙ্গে যোগ দেন আরও তিন কাউন্সিলর। সম্প্রতি বারো কাউন্সিলর গেরুয়া শিবিরে নাম লেখান। তাঁর মধ্যে সম্পা মহন্ত অপর দুই কাউন্সিলর হিমাদ্রি মণ্ডল ও কার্তিক মণ্ডলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তেলান। এরই মাঝে মঙ্গলবার ছিল অনাস্থা ভোট। সকাল থেকেই পুরসভা চত্বরে ছিল একশো চুয়াল্লিশ ধারা।
advertisement
দুপুর ২.১৫
সম্পা মহন্তকে নিয়ে পুরসভায় ঢোকেন চেয়ারম্যান শংকর আঢ্য। ততক্ষণে বিজেপি ও তৃণমূল কর্মীরা পুরসভা চত্বরের দুই রাস্তার মুখে জড়ো হয়ে যান।
দুপুর ৩
এরই মধ্যে বিজেপির এগারো কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছতেই তাঁদের আটকায় পুলিশ। অপহরণে অভিযুক্ত ২ কাউন্সিলরের গ্রেফতারের উপর নিষেধাজ্ঞার নথি দেখতে চাওয়া হয়। এতেই শুরু উত্তেজনা। এরপরই দুই শিবির থেকে স্লোগান-পালটা স্লোগান। পরিস্থিতি সামলাতে পুলিশের মাইকিং।
advertisement
দুপুর ৩.৩০
বচসার মাঝেই স্থানীয় বিধায়ক তথা বিজেপি নেতা বিশ্বজিৎ দাস আদালতের নথি নিয়ে আসেন। সেই দেখে অভিযুক্ত ২ কাউন্সিলরকে পুরসভায় ঢুকতে দেয় পুলিশ। কিন্তু, এরপরও নাটক। পুর বিল্ডিংয়ের গ্যারাজে বিজেপি কাউন্সিলরদের আটকে রাখার অভিযোগ।
দুপুর ৩.৪০
একদিকে যখন বিজেপি কাউন্সিলররা ঢুকে না দেওয়ার অভিযোগ করছেন, তখনই চেয়ারম্যান শংকর আঢ্য বেরিয়ে যান।
advertisement
বিকেল ৪
চেয়ারম্যান বেরিয়ে যেতেই, বিজেপির ১১ কাউন্সিলর পুর ভবনে ঢোকেন। ফের ঘুের আসেন চেয়ারম্যানও। এতেই বিজেপি-তৃণমূলের খণ্ডযুদ্ধ শুরু। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। ভিড় হঠাতে স্টান গ্রেনেড ব্যবহার করে পুলিশ। একশো চুয়াল্লিশ ধারার মধ্যেই দিনভর উত্তপ্ত রইল বনগাঁ পুরসভা চত্বর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 17, 2019 1:51 PM IST