রণক্ষেত্র ভাটপাড়া ! দফায়-দফায় বোমাবাজি, গুলি, গুলিবিদ্ধ স্থানীয় যুবক
Last Updated:
#ভাটপাড়া: রণক্ষেত্র ভাটপাড়া। এলাকা দখল ঘিরে সংঘর্ষ দুষ্কৃতীদের! দফায়-দফায় বোমাবাজি, গুলি। গুলিবিদ্ধ স্থানীয় যুবক রামবাবু সাউ। সংঘর্ষে গুরুতর জখম আরও বেশ কয়েকজন। এলাকা থেকে উদ্ধার বোমা, রিভলভার। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পুলিশের বিশাল বাহিনী, কমব্যাট ফোর্স। গোটা এলাকা থমথমে, আতঙ্কে দোকান-বাজার বন্ধ।
গত মাসেও বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাটপাড়া। আর্যমসাজ এলাকায় চলেছিল বোমাবাজি। ভোটের আগের রাতেও এই এলাকায় উত্তেজনা ছড়ায়। আগুন লাগান হয় দুটি গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকে পুলিশবাহিনী, র্যাফ।
উপনির্বাচন ঘিরে অশান্তি ছড়ায় ভাটপাড়ায়। কাঁকিনাড়ায় দফায় দফায় বিজেপি-তৃণমূল সংর্ঘষ। মুড়ি-মুড়কির মতো পড়তে থাকে বোমা। তৃণমূল প্রার্থী মদন মিত্রের গাড়ি লক্ষ করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। নামানো হয় র্যাফও।
advertisement
advertisement
অন্য ভিডিও দেখুন--১৪ বছরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা আসতে চলেছে সবথেকে দেরিতে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 20, 2019 1:19 PM IST