আমফানে উড়েছে ঘরের ছাউনি, ২ সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় অসহায় আদিবাসী দম্পতি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ী মানবিক হয়ে দাঁড়ালেন ওই দম্পতির পাশে ।
#চন্দ্রকোনাঃ আমফান উড়িয়েছে ঘরের ছাউনি , দুই সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছিল আদিবাসী দম্পতির । কিন্তু আগন্তুকের মতো দম্পতির পাশে এসে দাঁড়ালেন বিডিও । বিডিওর ব্যক্তিগত উদ্যোগে কোন সরকারি প্রকল্প ছাড়াই একাধিক মানুষের কাছে সাহায্য-সহযোগিতা নিয়ে শুরু হল পাকা বাড়ি তৈরির কাজ ।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ী মানবিক হয়ে দাঁড়ালেন ওই দম্পতির পাশে । জানা গিয়েছে, চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের কাঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের রামগড় এলাকায় বাস বৈদ্যনাথ মুর্মু ও ময়না মুর্মু'র। তাঁদের দুই সন্তান নিয়ে সংসার । দিন আনা দিন খাওয়া পরিবারের মাথাগোঁজার একমাত্র সম্বল কেড়ে নেয় অামফান । ঝড়ের ফলে উড়ে যায় বাড়ির চাল, এমনকি বাড়ির অধিকাংশই মাটির দেওয়াল নষ্ট হয়ে যায় । ফলে দুই শিশুকে নিয়ে আদিবাসী দম্পতির দিন কাটছিল দুশ্চিন্তায় । কী করবেন , কোথায় যাবেন কিছুই বুঝতে পারছিলেন না তাঁরা , তখনই পাশে এসে দাঁড়ালেন এলাকার বিডিও ।
advertisement
জানা গিয়েছে, আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে বেরিয়েছিলেন বিডিও তখনই তার নজরে আসে এমন ঘটনা । কিন্তু নজরে আসলেও কিছুই তো করার নেই, সরকারিভাবে বাড়ি পেতে সময় লেগবে বেশ খানিকটা, তাই তিনি কোনও উপায় না দেখে নিজের উদ্যোগে এলাকাবাসীদের কাছে সাহায্য সহযোগিতা চেয়ে কয়েক ঘণ্টার মধ্যে শুরু করে দিলেন বৈদ্যনাথের পাকা বাড়ি তৈরীর কাজ । বিডিওর এই এই কাজে খুশি এলাকাবাসী থেকে আদিবাসী পরিবারের সদস্যরা ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2020 3:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আমফানে উড়েছে ঘরের ছাউনি, ২ সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় অসহায় আদিবাসী দম্পতি