Chandannagar News: মা-বাবা নিজেকে শেষ করেছিল আগেই, এবার চন্দননগরে অস্বাভাবিক মৃত্যু মেয়েরও! কী ঘটছে ওই বাড়িতে?
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Chandannagar News: গত ৬ জুন চন্দননগরের বৈদ্যপোতা এলাকার এক পরিবারের বাবা মা মেয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
সোমনাথ ঘোষ, চন্দননগর: মাস কয়েক আগে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছিলেন মা বাবা। এবার অস্বাভাবিক মৃত্যু হল মেয়ের। চন্দননগর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। মৃতের নাম শর্মিষ্ঠা দাস (৪৩)।
advertisement
গত ৬ জুন চন্দননগরের বৈদ্যপোতা এলাকার এক পরিবারের বাবা মা মেয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বৃদ্ধ দম্পতি একেন্দ্র নাথ দাস (৮৭), সুনীতা দাস (৮৩) ও তাদের মেয়ে শর্মিষ্ঠা দাস। অচৈতন্য অবস্থায় তাদের তিনজনকে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল। চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়।
advertisement
advertisement
শর্মিষ্ঠার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। পরিবারে অনটনের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে সেদিন জানিয়েছিলেন শর্মিষ্ঠা।
advertisement
এলাকার বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে শর্মিষ্ঠাকে দেখা যায়নি। এক পরিচিত জানান, খাবার দিয়ে গেলেও খেত না। জানালার ফাঁক দিয়ে প্রতিবেশীরা দেখতে পায় ঘরে পড়ে রয়েছে শর্মিষ্ঠা। দুর্গন্ধ বেরোচ্ছে। এরপরই পুরসভা ও পুলিশে খবর যায়। চন্দননগর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
advertisement
পুলিশ ও প্রতিবেশীরা জানিয়েছে, এক সময় এই পরিবার খুবই বিত্তশালী ও স্বচ্ছল ছিল। কোলিয়ারী ব্যবসা ছিল বাড়ির কর্তার। পরবর্তী সময়ে তাদের আর্থিক অনটনে দিন কাটছিল। তা থেকেই মানসিক অবসাদের কারণে এই পরিণতি হতে পারে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 10, 2025 4:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chandannagar News: মা-বাবা নিজেকে শেষ করেছিল আগেই, এবার চন্দননগরে অস্বাভাবিক মৃত্যু মেয়েরও! কী ঘটছে ওই বাড়িতে?








