Chandannagar News: মা-বাবা নিজেকে শেষ করেছিল আগেই, এবার চন্দননগরে অস্বাভাবিক মৃত্যু মেয়েরও! কী ঘটছে ওই বাড়িতে?

Last Updated:

Chandannagar News: গত ৬ জুন চন্দননগরের বৈদ্যপোতা এলাকার এক পরিবারের বাবা মা মেয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

ফাইল ছবি
ফাইল ছবি
সোমনাথ ঘোষ, চন্দননগর: মাস কয়েক আগে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছিলেন মা বাবা। এবার অস্বাভাবিক মৃত্যু হল মেয়েরচন্দননগর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। মৃতের নাম শর্মিষ্ঠা দাস (৪৩)।
advertisement
গতজুন চন্দননগরের বৈদ্যপোতা এলাকার এক পরিবারের বাবা মা মেয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেনবৃদ্ধ দম্পতি একেন্দ্র নাথ দাস (৮৭), সুনীতা দাস (৮৩) ও তাদের মেয়ে শর্মিষ্ঠা দাস। অচৈতন্য অবস্থায় তাদের তিনজনকে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিলচন্দননগর হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়
advertisement
advertisement
শর্মিষ্ঠার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। পরিবারে অনটনের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে সেদিন জানিয়েছিলেন শর্মিষ্ঠা
advertisement
এলাকার বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে শর্মিষ্ঠাকে দেখা যায়নি। এক পরিচিত জানান, খাবার দিয়ে গেলেও খেত না। জানালার ফাঁক দিয়ে প্রতিবেশীরা দেখতে পায় ঘরে পড়ে রয়েছে শর্মিষ্ঠা। দুর্গন্ধ বেরোচ্ছে। এরপরই পুরসভাপুলিশে খবর যায়চন্দননগর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়
advertisement
পুলিশপ্রতিবেশীরা জানিয়েছে, এক সময় এই পরিবার খুবই বিত্তশালীস্বচ্ছল ছিল। কোলিয়ারী ব্যবসা ছিল বাড়ির কর্তার। পরবর্তী সময়ে তাদের আর্থিক অনটনে দিন কাটছিল। তা থেকেই মানসিক অবসাদের কারণে এই পরিণতি হতে পারে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chandannagar News: মা-বাবা নিজেকে শেষ করেছিল আগেই, এবার চন্দননগরে অস্বাভাবিক মৃত্যু মেয়েরও! কী ঘটছে ওই বাড়িতে?
Next Article
advertisement
ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত? মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার, কাটা মাথা দিয়ে ফুটবল খেলতেন !
ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত? মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার
  • ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত?

  • মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার

  • কাটা মাথা দিয়ে ফুটবল খেলতেন !

VIEW MORE
advertisement
advertisement