Chandannagar: ফের শিরোনামে চন্দননগর... কলুপুকুরের পর বৈদ্যপোতা! একই পরিবারের তিনজনের আত্মহননের চেষ্টা, , একজনের মৃত্যু! কারণ শুনলে চমকে যাবেন

Last Updated:

বর্তমানে আর্থিক অনটনে দিন কাটছিল। তা থেকেই মানসিক অবসাদের জেরে তাঁরা সপরিবারে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বলে জানা গিয়েছে।

Representative Image, Photo AI
Representative Image, Photo AI
চন্দননগর: ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা একই পরিবারের তিনজনের। একজনের মৃত্যু, দুজনের চিকিৎসা চলছে হাসপাতালে। গত ২৮ মে চন্দননগর কলুপুকুর ভাগারধারে একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়। ঋণের দায়ে স্ত্রী মেয়েকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছিলেন গৃহকর্তা। আবার শিরোনামে চন্দননগর।
বাবা, মা ও মেয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বৃদ্ধ দম্পতি একেন্দ্রনাথ দাস (৮৭), সুনীতা দাস(৮৩) ও তাদের মেয়ে শর্মিষ্ঠা দাস (৪৩)। শুক্রবার সকালে বেলায় অচৈতন্য অবস্থায় বাড়ি থেকে উদ্ধার করা হয় তাঁদের। চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধার মৃত্যু হয়। বৃদ্ধ ও তাঁর মেয়ে হাসপাতালে ভর্তি। শর্মিষ্ঠার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। তিনি জানান, আমাদের বাড়িতে কাজ করার কেউ নেই। সংসারে অনটন। তাই তিনজনই ঘুমের ওষুধ খেয়েছি।
advertisement
advertisement
তাঁদের এক আত্মীয় আরণ্যক দাস বলেন, ‘সুনীতা দাস আমার পিসি হয়। এক প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে পিসি, পিসেমশাই ও দিদিকে হাসপাতালে নিয়ে যাই। পিসিমার মৃত্যু হয়েছে। কী কারণে বলতে পারব না। দাস পরিবার এলাকায় খুব মেলামেশা করত না।’ তিনদিন আগে বৃদ্ধকে বাইরে দেখা গিয়েছিল শেষবার। পুলিশ ও প্রতিবেশীরা জানিয়েছে, এক সময় এই পরিবার খুবই বিত্তশালী, স্বচ্ছল ছিল। কোলিয়ারী ব্যবসা ছিল। বর্তমানে তাদের আর্থিক অনটনে দিন কাটছিল। তা থেকেই মানসিক অবসাদের জেরে তাঁরা সপরিবারে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chandannagar: ফের শিরোনামে চন্দননগর... কলুপুকুরের পর বৈদ্যপোতা! একই পরিবারের তিনজনের আত্মহননের চেষ্টা, , একজনের মৃত্যু! কারণ শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement