খুন করার নেশায় মেতে উঠেছিল চেনম্যান, আরও সাতটি খুনের মামলা রয়েছে তার বিরুদ্ধে
- Published by:Debalina Datta
Last Updated:
পূর্ব বর্ধমান: পঁয়ষট্টি বছরের প্রৌঢ় থেকে শুরু করে চোদ্দ বছরের নাবালিকা- রেহাই পায়নি কেউই। বাইরে থেকে শান্ত নিরীহ দেখতে চেনম্যান খুন করেছে নির্বিচারে। প্রথম মামলায় তার মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে। এর বাইরে আরও চোদ্দটি মামলা রয়েছে সিরিয়াল কিলার চেন ম্যানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার মধ্যে খুনের অভিযোগ রয়েছে আটটি। তার মধ্যে কালনার সিঙের কোনের মামলায় মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে তার। সরাসরি খুনের মামলা রয়েছে আরও সাতটি। এছাড়াও সাতটি খুনের চেষ্টার মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে কালনা আদালতে রয়েছে আরও এগারোটি মামলা। বর্ধমান আদালতে রয়েছে একটি মামলা ও দুটি মামলা রয়েছে চুঁচুড়া আদালতে।
2013 সালের পয়লা জানুয়ারি কালনা ধাত্রীগ্রামে এক মাস বয়সী মহিলাকে খুন করে অপারেশন সূচনা হয় চেনম্যানের। ওই বছরের 27 শে জানুয়ারি মন্তেশ্বরে এক বৃদ্ধাকে খুন করে চেনম্যান। সে বছর মার্চ মাসে কালনার এক মহিলাকে খুনের চেষ্টা করেছিল সে। তবে ধরা পড়ার আগে এক বছরে তার অপরাধ প্রবণতা মারাত্মক রকমের বেড়ে গিয়েছিল বলে মনে করছে পুলিশ। 2018 সালের 4 অক্টোবর কালনা থানার শিবরামপুরে এক গৃহবধূকে চেন দিয়ে পেঁচিয়ে খুন করার চেষ্টা চালায় চেনম্যান। 2019 সালের 2 ফেব্রুয়ারি কালনা থানার উপলতি গ্রামে 65 বছরের এক পৌঢ়াকে খুনের চেষ্টা চালায় সে। 2019 সালের 15 ফেব্রুয়ারি এক মহিলাকে খুন করে সে।
advertisement
সে বছরের পয়লা এপ্রিল কালনা থানার ধর্মডাঙ্গায় এক গৃহবধূকে খুনের চেষ্টা করে চেন ম্যান। তার পরদিন 2 এপ্রিল মেমারি থানার বোড়ায় এক গৃহবধূকে খুন করে সে। পরদিন 3 এপ্রিল মেমারি সাতগেছিয়ায় এক গৃহবধূকে খুন করে সে। পর পর খুন করেও সে এলাকায় আশ্চর্যরকমের স্বাভাবিক থাকতো।
advertisement
2019 সালের 11 মে পান্ডুয়া থানা এলাকায় এক মহিলাকে খুনের চেষ্টা চালায় সে। 16 মে ফের পান্ডুয়া থানার এক মহিলাকে খুনের চেষ্টা চালায় চেন ম্যান। 22 মে কালনা থানার গোয়াড়া মল্লিক পাড়ায় এক গৃহবধূকে বাড়িতে ঢুকে খুন করে চেনম্যান। তার আগে গোয়াড়া বাজারের এক দোকান থেকে লোহার চেন কিনেছিল সে। 27 মে মন্তেশ্বর থানা শ্যামনগর গ্রামে এক গৃহবধূকে খুন করে সে। এরপর 30 শে মে কালনা থানার সিঙেয়ের কোনে দশম শ্রেণীর ছাত্রীকে খুন করে চেন ম্যান কামরুজ্জামান। সেই ঘটনায় মৃত্যুদন্ডের সাজা হয়েছে তার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 07, 2020 5:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খুন করার নেশায় মেতে উঠেছিল চেনম্যান, আরও সাতটি খুনের মামলা রয়েছে তার বিরুদ্ধে