পাড়ার জামাইকে ভালমানুষ বলতেই জানতেন 'চেনম্যান'-এর শ্বশুরবাড়ির প্রতিবেশীরা

Last Updated:
#কালনা: ছ’'বছর আগে খুনে হাতেখড়ি হলেও অপরাধপ্রবণতা নতুন নয়।  চেনম্যান কামরুজ্জামানের বিরুদ্ধে একাধিকবার চুরির অভিযোগ উঠেছে। জেলও হয়েছে কয়েকবার।  জড়িয়েছে বিবাহ-বহির্ভূত সম্পর্কেও। স্বামীর নৃশংসতাকে ক্ষমা করতে রাজি নন স্ত্রী জাহানারা বিবি। চেনম্যানের ফাঁসি চান স্ত্রী।  তবে কামরুজ্জামানের স্ত্রী ও শাশুড়ির বক্তব্যে একাধিক অসংগতি ভাবাচ্ছে পুলিশকে।
চেনম্যানের কীর্তিতে হতবাক পরিবার। একের পর এক মহিলাকে খুনের পর মৃতদেহের সঙ্গে সহবাসের চেষ্টা করত কামারুজ্জামান। এরপর রড দিয়ে যৌনাঙ্গ ছিন্নভিন্ন করে দিত। স্বামীর নৃশংসতাকে ক্ষমা করতে নারাজ কামরুজ্জামানের স্ত্রী। স্বামীর কঠোরতম শাস্তি চান জাহানারা বিবি।  স্বামীর বিবাহ-বহির্ভুত সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন স্ত্রী। দুই সন্তানের জন্মের পর মুর্শিদাবাদের এক মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভুত সম্পর্কে জড়ায় কামরুজ্জামান।  তাকে বিয়েও করতে চেয়েছিল।
advertisement
এদিকে, বাড়ি থেকে বাজেয়াপ্ত হওয়া সোনা বন্ধকের রসিদ নিয়ে চেনম্যানের স্ত্রী ও শাশুড়ির কথায় ধরা পড়ছে একাধিক অসঙ্গতি।  জাহানারা বিবির দাবি, এ সোনা তাঁর ও তাঁর মায়ের। যদিও জাহানারার মা প্রথমে বলেন, সোনা কার তিনি জানেন না।  পরক্ষণেই বক্তব্য বদলে বলেন, সোনা তাঁদেরই। কামরুজ্জামানের পেশা নিয়েও দু'জনের বক্তব্যে বাড়ছে ধোঁয়াশা। তাঁদের ফের জেরা করবে পুলিশ।
advertisement
advertisement
পাড়ার জামাইকে ভালোমানুষ বলেই জানতেন প্রতিবেশীরা। এখন কামরুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন তাঁরাও। ছ'বছর আগে খুনে হাতেখড়ি হলেও কালনার চেনম্যানের অপরাধপ্রবণতা নতুন নয়। আগেও কামরুজ্জামানের বিরুদ্ধে একাধিকবার চুরির অভিযোগ উঠেছে।
--চুরি করতে গিয়ে ধরা পড়ে হুগলির বলাগড়ে গণধোলাই খেতে হয়েছিল কামরুজ্জামানকে
--শেষমেশ পুলিশই তাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে
--পরে অবশ্য হাসপাতাল থেকে চম্পট দেয় সে
advertisement
--মুর্শিদাবাদের জলঙ্গিতেও চুরির অভিযোগে ধরা পড়ে জেল খাটতে হয়
এই সব ঘটনায় শুধুই বাড়িতে ঢুকে চুরি...নাকি খুনের অভিসন্ধিও ছিল, খোঁজ নিচ্ছে পুলিশ। যোগাযোগ করা হচ্ছে মুর্শিদাবাদ ও হুগলির জেলা পুলিশের সঙ্গে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাড়ার জামাইকে ভালমানুষ বলতেই জানতেন 'চেনম্যান'-এর শ্বশুরবাড়ির প্রতিবেশীরা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement