ইয়াসে কতটা ক্ষয়ক্ষতি, দক্ষিণ ২৪ পরগণায় গিয়ে পরিদর্শন কেন্দ্রীয় দলের

Last Updated:

Cyclone Yaas Updayte: রবিবারই কলকাতায় এসে পৌঁছেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাত সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব এস কে শাহি।

#গোসাবা: রাজ্যে এসে ঘূর্ণিঝড় ইয়াসে বিধ্বস্ত এলাকা পরিদর্শন শুরু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাত সদস্যের বিশেষ প্রতিনিধি দল৷ এ দিন দক্ষিণ চব্বিশ পরগণার বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা৷ দু'টি দলে ভাগ হয়ে সকালে কলকাতা থেকে রওনা হন তাঁরা৷
রবিবারই কলকাতায় এসে পৌঁছেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাত সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব এস কে শাহি। এ দিন সকালে সড়কপথে একটি দল দক্ষিণ চব্বিশ পরগণার গদখালির দিকে রওনা দেয় একটি দল৷ গদখালি হয়ে তাঁরা লঞ্চে গোসাবার দিকে যায়৷ অন্য একটি দল হেলিকপ্টারে পাথরপ্রতিমা পৌঁছে সেখানকার বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে৷ ঝড় এবং জলস্ফীতিতে ক্ষতিগ্রস্ত নদী বাঁধের পরিস্থিতিও খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা৷ এর পর দ্বিতীয় দলটিও গোসাবা পৌঁছয়৷ গোসাবাতেই ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক হয় কেন্দ্রীয় প্রতিনিধি দলের৷ ওই বৈঠকেই বিধ্বস্ত এলাকা কী অবস্থায় রয়েছে, তার ভিডিও প্রোজেক্টরের মাধ্যমে দেখানো হয় কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের৷  কোথায় কত মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন, কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, জেলাএবং ব্লক প্রশাসনের আধিকারিকদের থেকে তা জেনে নেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা৷ গোসাবায় বৈঠক সেরে স্পিড বোটে তাঁরা চলে যান সাতজেলিয়ার দিকে৷ কখনও লঞ্চে, কখনও পায়ে হেঁটে কখনও আবার গাড়িতে করে বিভিন্ন এলাকায় গিয়ে দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা৷
advertisement
দলের নেতৃত্বে থাকা এস কে শাহি জানান, 'রাজ্যের যে রিপোর্ট জমা পড়েছে তা পরীক্ষা করে দেখা হবে৷ পাশাপাশি আমরাও বিভিন্ন এলাকায় ঘুরে ক্ষয়ক্ষতির খতিয়ান বোঝার চেষ্টা করব৷ এর পর রাজ্যের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত রিপোর্ট জমা পড়বে৷'
advertisement
প্রথমে কথা ছিল দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিঘা ও মন্দারমণিতে  একই দিনে পরিদর্শন করবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তবে পরে সূচিতে কিছুটা বদল ঘটানো হয়ে। দক্ষিণ ২৪ পরগনার ক্ষতিগ্রস্ত এলাকায় প্রদর্শন করা, দুর্গতদের সঙ্গে কথা বলার পর আগামিকাল, মঙ্গলবার সাত সদস্যের এই প্রতিনিধি দল যাবে পূর্ব মেদিনীপুর। ইয়াসের দাপটে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই জেলাই৷ পরের দিন অর্থাৎ বুধবার সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত দলটি কলকাতা সংলগ্ন যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত এলাকাতেও পরিদর্শনে যাবে বলে খবর। এর পর নবান্নে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত রাজ্য প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের। নবান্নের বৈঠক সেরে ওই দিনই সন্ধ্যায় দিল্লি উড়ে যাবেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। দিল্লি পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তাঁরা বিস্তারিত ক্ষয়ক্ষতির খতিয়ান সম্বলিত একটি রিপোর্ট পেশ করবে। ইতি্মধ্যেই রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে, ইয়াসের দাপটে রাজ্যে প্রায় ২০ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷
advertisement
VENKATESWAR LAHIRI
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইয়াসে কতটা ক্ষয়ক্ষতি, দক্ষিণ ২৪ পরগণায় গিয়ে পরিদর্শন কেন্দ্রীয় দলের
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement