West Bardhaman News: মিলল কেন্দ্রের সার্টিফিকেট, নজরকাড়া পরিষেবায় নজর কাড়ল আসানসোল জেলা হাসপাতাল
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
সার্ভেতে হাসপাতালের তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের পরিকাঠামো এবং পরিষেবার মূল্যায়ন করা হয়।
আসানসোল, পশ্চিম বর্ধমান: বিভিন্ন জটিল রোগের চিকিৎসার ক্ষেত্রে ভরসার নাম হয়ে উঠছে এই হাসপাতাল। শুধুমাত্র জেলার মানুষ নন, পার্শ্ববর্তী জেলা, এমনকি ভিন রাজ্য থেকেও অনেকে আসছেন চিকিৎসার জন্য। ক্রমাগত হাসপাতালে চিকিৎসা পরিষেবা এবং পরিকাঠামো উন্নয়নের দিকে নজর রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের। আর তার জন্যই দিল্লি থেকে এল বিশেষ সার্টিফিকেট।
আসানসোল জেলা হাসপাতাল। বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা অনেকটা উন্নত হয়েছে। পরিকাঠামোগত দিক থেকেও উন্নতি হয়েছে জেলা হাসপাতালের। বিভিন্ন জটিল লোকের চিকিৎসা হচ্ছে এখানে। রোগীরা বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা পাচ্ছেন জেলা হাসপাতালে। তার ভিত্তিতেই আসানসোল জেলা হাসপাতালকে সার্টিফিকেট দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মোট তিনটি বিষয় মিলিয়ে এই সার্টিফিকেট দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলা হাসপাতালে সুপার নিখিল চন্দ্র দাস জানিয়েছেন, “২০২৩ সালের মার্চ মাসে একটি সার্ভে করা হয়েছিল। সেই সার্ভেতে হাসপাতালের তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের পরিকাঠামো এবং পরিষেবার মূল্যায়ন করা হয়। এই তিনটি বিষয়ে সন্তোষজনক নম্বর নিয়ে পাশ করেছে জেলা হাসপাতাল। তার ভিত্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বিশেষ এই সার্টিফিকেট দেওয়া হয়েছে।”
advertisement
আরও পড়ুন: পৌষ মাস পড়ে গেছে, সূর্যদেবকে প্রণাম করে, করুন বিষ্ণুদেবের অর্চনা, আপনার বিত্তে নজর দেয় ক্ষমতা কার
জেলা হাসপাতালের সাফল্যে খুশি জেলার মানুষ। সকলেই একযোগে বলছেন, জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিনের পর দিন উন্নত হচ্ছে। পরিকাঠামো, পরিষেবার দিকে সবসময় নজর রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের। ফলে ঘরের কাছেই বিভিন্ন জটিল রোগের চিকিৎসা হচ্ছে। বাইরে থেকে বহু মানুষ চিকিৎসা করাতে আসছেন। সকলের প্রার্থনা, এই হাসপাতালের আরও উন্নতি হোক।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 19, 2024 2:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: মিলল কেন্দ্রের সার্টিফিকেট, নজরকাড়া পরিষেবায় নজর কাড়ল আসানসোল জেলা হাসপাতাল