দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর, রাজ্য পুলিশের হাতেই পূর্ব বর্ধমান
Last Updated:
#পূর্ব বর্ধমান: আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে মনোনয়ন পর্ব। কিন্তু এখনও দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর। কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছলেও, পূর্ব বর্ধমানে দেখা নেই জওয়ানদের। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দ্রুত আসুক কেন্দ্রীয় বাহিনী, এমনটাই দাবি বিরোধীদের।
কলকাতা-সহ রাজ্যের অনেক জেলায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু হয়েছে। ২ এপ্রিল মনোনয়ন পর্ব শুরু হচ্ছে পূর্ব বর্ধমানে। অথচ সেখানে এখনও পর্যন্ত দেখা নেই জওয়ানদের। বাহিনী না আসায় রাজ্য পুলিশ এরিয়া ডমিনেশন করছে। সুষ্ঠু নির্বাচনের জন্য অবিলম্বে আসুক কেন্দ্রীয় বাহিনী, বলছে বিরোধীরা।
তাদের দাবি, কেন্দ্রীয় বাহিনী থাকলে এক দিকে ভোটারদের আস্থা ফিরবে। অন্য দিকে, অবাধে প্রচার করতে পারবে বিরোধী দলগুলি। তাদের আরও যুক্তি, কলকাতায় শেষ দফায় ভোট হলেও সেখানে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। তার অনেক আগেই ভোট এই জেলায়। অথচ সেখানে দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর।
advertisement
advertisement
কেন্দ্রীয় বাহিনী আসুক বা না আসুক, শাসকদল তৃণমূল এ সব নিয়ে বিশেষ আমল দিতে নারাজ। হারবে জেনেই বিরোধীরা এ সব নানা কথা বলছে, দাবি তৃণমূলের। প্রশাসনের দাবি, কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত সমস্ত রিপোর্ট নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। কবে, কত বাহিনী আসবে, তা নিয়ে এখনও কোনও সদুত্তর মেলেনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2019 1:42 PM IST