পূর্ব বর্ধমানে বিজেপির কার্যালয়ের পাহারায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

Last Updated:

শুধু জেলা বিজেপি পার্টি অফিসই নয় বর্ধমান শহরের টাউন হল পাড়ায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা কার্য্যালয় মধুকর ভবনেও একই ব্যবস্থা করা হয়েছে।

#পূর্ব বর্ধমান: এবার বিজেপির জেলা অফিস সহ শাখা সংগঠনের অফিসগুলোতে  পাহারায় নামলো কেন্দ্রীয়বাহিনী। ভোটের ফলাফল ঘোষণার পর গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও বিজেপি কর্মী, সমর্থক, নেতৃত্বদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলা হয়েছে বিজেপির একাধিক দলীয় অফিসে। ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে একাধিক বিজেপির অস্থায়ী অফিসগুলিকে। সবমিলিয়ে রীতিমত আতঙ্কে এখনও গেরুয়া শিবির। এই অবস্থায় বিজেপির জেলা অফিস সহ বিভিন্ন বড় শাখা অফিসগুলিতে আক্রমণ ঠেকাতে মোতায়েন করা হল কেন্দ্রীয়বাহিনী।পূর্ব বর্ধমান জেলা জুড়ে বিজেপির ওপর হামলার ঘটনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হল বিজেপির জেলা অফিস এবং শাখা অফিসগুলিতে।
বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক শ‌্যামল রায় জানিয়েছেন, কেন্দ্রীয় ইন্টিলিজেন্স ব্রাঞ্চের খবর অনুযায়ীই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যবস্থা করেছেন। তিনি জানিয়েছেন, বর্ধমান জেলা অফিসে ১২ জনের সশস্ত্র সিআরপিএফের একটি দল ২৪ ঘণ্টা পাহারা দিচ্ছেন। শুধু তাইই নয়, পার্টি অফিসে কারা কারা ঢুকছেন এবং বাধ্যতামূলকভাবে তাঁদের পরীক্ষা নিরীক্ষা করে তবেই পার্টি অফিসের ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে।
advertisement
শুধু জেলা বিজেপি পার্টি অফিসই নয় বর্ধমান শহরের টাউন হল পাড়ায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা কার্য্যালয় মধুকর ভবনেও একই ব্যবস্থা করা হয়েছে। এই ভবনে থাকা আবাসিকদের সঙ্গে দেখা করতে আসলে আগে কেন্দ্রীয় বাহিনীর অনুমতি নিতে হচ্ছে। তাঁরা অনুমতি দেবার পরই যাবার ছাড়পত্র মিলছে।
advertisement
মধুকর ভবনে থাকা আরএসএসের সহবিভাগ প্রচারক সৃজন কুমার হাজরাও জানিয়েছেন, চারিদিকে যে ধরণের অশান্তি চলছে তার জন্যই তাঁরাও আশঙ্কা করেছিলেন তাঁদের এই ভবনে হামলা হতে পারে। তাই এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনো হামলার ঘটনা ঘটেনি বলে তিনি জানিয়েছেন।
advertisement
অপরদিকে, শ্যামল রায় জানিয়েছেন, জেলা পুলিশ তথা রাজ্য পুলিশের উপর তাঁদের ভরসা আছে। তাঁরাও নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। কিন্তু যেহেতু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার বিষয়টি একেবারেই কেন্দ্রীয় নেতৃত্বের বিষয় তাই তাঁরা এব্যাপারে কিছু বলত পারবেন না। এদিকে কেন্দ্রীয়বাহিনীর মোতায়েন নিয়ে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল।এটা হাস্যকর বিষয় বলে দাবী তৃণমূলের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পূর্ব বর্ধমানে বিজেপির কার্যালয়ের পাহারায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement