Anubrata Mondal: বোলপুরের লটারির দোকানে সিবিআই, ফের ইডি দফতরে সুকন্যা! সাঁড়াশি চাপে অনুব্রত

Last Updated:

বোলপুরের লটারি ব্যবসায়ীকে জেরা করার পর আজ সকালেই বোলপুরের শান্তিনিকেতন রোডের একটি লটারির দোকানে হানা দেন সিবিআই কর্তারা৷

বোলপুরের সেই লটারির দোকানের বাইরে সিবিআই আধিকারিকরা৷
বোলপুরের সেই লটারির দোকানের বাইরে সিবিআই আধিকারিকরা৷
#বোলপুর: অনুব্রত মণ্ডলের লটারি জেতা নিয়ে তদন্তে আরও তৎপর হল সিবিআই৷ এবার বোলপুরের একটি লটারির দোকানে হানা দিলেন সিবিআই আধিকারিকরা৷ লটারির টিকিট কীভাবে ভাঙানো হয়েছিল, সেই সংক্রান্ত তথ্য নিয়ে দোকানের কর্মীদের বোলপুরের সিবিআই ক্যাম্প অফিসে হাজিরা দেওয়া বির্দেশও দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷
এ বছরের শুরুতেই অনুব্রত মণ্ডল লটারিতে এক কোটি টাকা জেতেন বলে খবর ছড়িয়েছিল৷ সম্প্রতি অনুব্রতর লটারিতে কোটি টাকা জয়ের পিছনে কোনও রহস্য রয়েছে কি না, তার তদন্ত শুরু করে তারা৷ কারণগরু পাচার মামলায় তদন্তে নেমে অনুব্রতকে অনেক দিন আগেই গ্রেফতার করেছে সিবিআই৷ তার আয়ের বিভিন্ন উৎসও খতিয়ে দেখছেন সিবিআই কর্তারা৷য
advertisement
advertisement
গত পরশুদিনই কলকাতায় সিবিআই দফতরে তলব করা হয় বোলপুরের এক লটারি ব্যবসায়ীকে৷ বাপি গঙ্গোপাধ্যায় নামে ওই ব্যবসায়ী অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে৷ অনুব্রত মণ্ডল লটারিতে যে কোটি টাকা জেতেন, তার টিকিট ওই দোকান থেকেই কেনা বলে সিবিআই সূত্রে খবর৷
advertisement
বোলপুরের লটারি ব্যবসায়ীকে জেরা করার পর আজ সকালেই বোলপুরের শান্তিনিকেতন রোডের একটি লটারির দোকানে হানা দেন সিবিআই কর্তারা৷ মিনিট পাঁচেক ওই দোকানে ছিলেন তাঁরা৷ সূত্রের খবর, কোটি টাকা জেতা অনুব্রত মণ্ডলের লটারির টিকিট নাকি এই দোকানেই ভাঙানোর জন্য নিয়ে আসা হয়েছিল৷
advertisement
ঘটনাচক্রে, এ দিনই তৃতীয় বারের জন্য অনুব্রত মণ্ডলের মেয়েকে দিল্লির ইডি অফিসে তলব করা হয়েছে৷ গরু পাচার মামলায় এই নিয়ে পর পর তিন দিন অনুব্রত কন্যা ইডি অফিসে হাজিরা দিলেন৷ অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মনীশ কোঠারিকেও আজ ফের হাজিরা দিতে বলেছে ইডি৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: বোলপুরের লটারির দোকানে সিবিআই, ফের ইডি দফতরে সুকন্যা! সাঁড়াশি চাপে অনুব্রত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement