Anubrata Mondal: বোলপুরের লটারির দোকানে সিবিআই, ফের ইডি দফতরে সুকন্যা! সাঁড়াশি চাপে অনুব্রত

Last Updated:

বোলপুরের লটারি ব্যবসায়ীকে জেরা করার পর আজ সকালেই বোলপুরের শান্তিনিকেতন রোডের একটি লটারির দোকানে হানা দেন সিবিআই কর্তারা৷

বোলপুরের সেই লটারির দোকানের বাইরে সিবিআই আধিকারিকরা৷
বোলপুরের সেই লটারির দোকানের বাইরে সিবিআই আধিকারিকরা৷
#বোলপুর: অনুব্রত মণ্ডলের লটারি জেতা নিয়ে তদন্তে আরও তৎপর হল সিবিআই৷ এবার বোলপুরের একটি লটারির দোকানে হানা দিলেন সিবিআই আধিকারিকরা৷ লটারির টিকিট কীভাবে ভাঙানো হয়েছিল, সেই সংক্রান্ত তথ্য নিয়ে দোকানের কর্মীদের বোলপুরের সিবিআই ক্যাম্প অফিসে হাজিরা দেওয়া বির্দেশও দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷
এ বছরের শুরুতেই অনুব্রত মণ্ডল লটারিতে এক কোটি টাকা জেতেন বলে খবর ছড়িয়েছিল৷ সম্প্রতি অনুব্রতর লটারিতে কোটি টাকা জয়ের পিছনে কোনও রহস্য রয়েছে কি না, তার তদন্ত শুরু করে তারা৷ কারণগরু পাচার মামলায় তদন্তে নেমে অনুব্রতকে অনেক দিন আগেই গ্রেফতার করেছে সিবিআই৷ তার আয়ের বিভিন্ন উৎসও খতিয়ে দেখছেন সিবিআই কর্তারা৷য
advertisement
advertisement
গত পরশুদিনই কলকাতায় সিবিআই দফতরে তলব করা হয় বোলপুরের এক লটারি ব্যবসায়ীকে৷ বাপি গঙ্গোপাধ্যায় নামে ওই ব্যবসায়ী অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে৷ অনুব্রত মণ্ডল লটারিতে যে কোটি টাকা জেতেন, তার টিকিট ওই দোকান থেকেই কেনা বলে সিবিআই সূত্রে খবর৷
advertisement
বোলপুরের লটারি ব্যবসায়ীকে জেরা করার পর আজ সকালেই বোলপুরের শান্তিনিকেতন রোডের একটি লটারির দোকানে হানা দেন সিবিআই কর্তারা৷ মিনিট পাঁচেক ওই দোকানে ছিলেন তাঁরা৷ সূত্রের খবর, কোটি টাকা জেতা অনুব্রত মণ্ডলের লটারির টিকিট নাকি এই দোকানেই ভাঙানোর জন্য নিয়ে আসা হয়েছিল৷
advertisement
ঘটনাচক্রে, এ দিনই তৃতীয় বারের জন্য অনুব্রত মণ্ডলের মেয়েকে দিল্লির ইডি অফিসে তলব করা হয়েছে৷ গরু পাচার মামলায় এই নিয়ে পর পর তিন দিন অনুব্রত কন্যা ইডি অফিসে হাজিরা দিলেন৷ অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মনীশ কোঠারিকেও আজ ফের হাজিরা দিতে বলেছে ইডি৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: বোলপুরের লটারির দোকানে সিবিআই, ফের ইডি দফতরে সুকন্যা! সাঁড়াশি চাপে অনুব্রত
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement