CBI at Bogtui Village: বগটুই পৌঁছল সিবিআই, পোড়া বাড়িত ঢুকে শুরু তদন্ত, চলছে নমনা সংগ্রহ

Last Updated:

সিবিআই-এর ডিআইজি অখিলেশ কুমার সিং-এর নেতৃত্বে প্রায় ১৮ থেকে ২০ জনের দল এ দিন বগটুই গ্রামে পৌঁছেছে (CBI at Bogtui Village)৷

বগটুই গ্রামে পৌঁছল সিবিআই৷
বগটুই গ্রামে পৌঁছল সিবিআই৷
#রামপুরহাট: তদন্ত ভার হাতে নিয়ে বগটুই (Bogtui Village) গ্রামে পৌঁছলেন সিবিআই (CBI0 আধিকারিকরা৷ এ দিন সকালে প্রথমে রামপুরহাট থানা এবং সার্কেল ইন্সপেক্টরের অফিসে গিয়ে মামলা সংক্রান্ত নথি সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা৷ সেখান থেকে বগটুই গ্রামে পৌঁছন তাঁরা (CBI at Bogtui Village)৷
সিবিআই-এর ডিআইজি অখিলেশ কুমার সিং-এর নেতৃত্বে প্রায় ১৮ থেকে ২০ জনের দল এ দিন বগটুই গ্রামে পৌঁছেছে৷ তাঁদের সঙ্গে রয়েছে সেন্ট্রাল ফরেন্সিক টিমের সদস্যরাও৷ অগ্নিদগ্ধ বাড়িগুলি পরিদর্শন করতে শুরু করেছেন তারা৷ যে বাড়ির ভিতর থেকে সাতটি দেহ উদ্ধার হয়, তার ছাদে উঠে পরিদর্শন করেন সিবিআই-এর ডিআইজি অখিলেশ কুমার সিং৷ সিবিআই আধিকারিকদের পাশাপাশি সিএফএসএল-এর বিশেষজ্ঞরাও নমুবা সংগ্রহের কাজ করেন৷
advertisement
advertisement
সিএফএসএল-এর প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন সিবিআই আধিকারিকরা৷ এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও৷ সূত্রের খবর, বগটুই গ্রামের ঘরছাড়া বাসিন্দাদের সঙ্গে কথা বলতে বাতাসপুর গ্রামেও যেতে পারেন সিবিআই আধিকারিকরা৷
advertisement
শুক্রবারই বগটুই কাণ্ডের তদন্ত ভার সিবিআই-কে দেয় কলকাতা হাইকোর্ট৷ আদালতের নজরদারিতেই চলবে তদন্ত৷ সেই মতো শুক্রবার গভীর রাতেই কলকাতা থেকে রামপুরহাট পৌঁছে যান সিবিআই আধিকারিকরা৷ সিবিআই-এর তরফে নতুন করে এফআইআর-ও দায়ের করা হয়৷ এর পর  এ দিন সকালে সিট-এর হাত থেকে তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
অন্যদিকে এ দিন সকালেই বীরভূমের পুলিশ সুপারের নেতৃত্বে বিরাট পুলিশবাহিনী বগটুই গ্রামে যায়৷ গ্রামে যাঁরা ফিরতে শুরু করেছেন, নিরাপত্তা নিয়ে তাঁদের আশ্বস্ত করার চেষ্টা করে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CBI at Bogtui Village: বগটুই পৌঁছল সিবিআই, পোড়া বাড়িত ঢুকে শুরু তদন্ত, চলছে নমনা সংগ্রহ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement