CBI at Bogtui Village: বগটুই পৌঁছল সিবিআই, পোড়া বাড়িত ঢুকে শুরু তদন্ত, চলছে নমনা সংগ্রহ

Last Updated:

সিবিআই-এর ডিআইজি অখিলেশ কুমার সিং-এর নেতৃত্বে প্রায় ১৮ থেকে ২০ জনের দল এ দিন বগটুই গ্রামে পৌঁছেছে (CBI at Bogtui Village)৷

বগটুই গ্রামে পৌঁছল সিবিআই৷
বগটুই গ্রামে পৌঁছল সিবিআই৷
#রামপুরহাট: তদন্ত ভার হাতে নিয়ে বগটুই (Bogtui Village) গ্রামে পৌঁছলেন সিবিআই (CBI0 আধিকারিকরা৷ এ দিন সকালে প্রথমে রামপুরহাট থানা এবং সার্কেল ইন্সপেক্টরের অফিসে গিয়ে মামলা সংক্রান্ত নথি সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা৷ সেখান থেকে বগটুই গ্রামে পৌঁছন তাঁরা (CBI at Bogtui Village)৷
সিবিআই-এর ডিআইজি অখিলেশ কুমার সিং-এর নেতৃত্বে প্রায় ১৮ থেকে ২০ জনের দল এ দিন বগটুই গ্রামে পৌঁছেছে৷ তাঁদের সঙ্গে রয়েছে সেন্ট্রাল ফরেন্সিক টিমের সদস্যরাও৷ অগ্নিদগ্ধ বাড়িগুলি পরিদর্শন করতে শুরু করেছেন তারা৷ যে বাড়ির ভিতর থেকে সাতটি দেহ উদ্ধার হয়, তার ছাদে উঠে পরিদর্শন করেন সিবিআই-এর ডিআইজি অখিলেশ কুমার সিং৷ সিবিআই আধিকারিকদের পাশাপাশি সিএফএসএল-এর বিশেষজ্ঞরাও নমুবা সংগ্রহের কাজ করেন৷
advertisement
advertisement
সিএফএসএল-এর প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন সিবিআই আধিকারিকরা৷ এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও৷ সূত্রের খবর, বগটুই গ্রামের ঘরছাড়া বাসিন্দাদের সঙ্গে কথা বলতে বাতাসপুর গ্রামেও যেতে পারেন সিবিআই আধিকারিকরা৷
advertisement
শুক্রবারই বগটুই কাণ্ডের তদন্ত ভার সিবিআই-কে দেয় কলকাতা হাইকোর্ট৷ আদালতের নজরদারিতেই চলবে তদন্ত৷ সেই মতো শুক্রবার গভীর রাতেই কলকাতা থেকে রামপুরহাট পৌঁছে যান সিবিআই আধিকারিকরা৷ সিবিআই-এর তরফে নতুন করে এফআইআর-ও দায়ের করা হয়৷ এর পর  এ দিন সকালে সিট-এর হাত থেকে তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
অন্যদিকে এ দিন সকালেই বীরভূমের পুলিশ সুপারের নেতৃত্বে বিরাট পুলিশবাহিনী বগটুই গ্রামে যায়৷ গ্রামে যাঁরা ফিরতে শুরু করেছেন, নিরাপত্তা নিয়ে তাঁদের আশ্বস্ত করার চেষ্টা করে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CBI at Bogtui Village: বগটুই পৌঁছল সিবিআই, পোড়া বাড়িত ঢুকে শুরু তদন্ত, চলছে নমনা সংগ্রহ
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement