Accident Death: পুকুরে পড়ল গাড়ি, স্ত্রীর মৃত্যু! দুর্ঘটনা না কি অন্য রহস্য? মেমারিতে গ্রেফতার স্বামী
- Reported by:Saradindu Ghosh
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Accident Death: নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে চারচাকা গাড়ি, স্বামী উঠে এলেও উঠতে পারেননি স্ত্রী। দুর্ঘটনার তত্ত্ব উড়িয়ে দিয়ে মেয়ের পরিবারের দাবি,পরকীয়াতে জড়িয়ে পড়েছিল স্বামী,মেয়েকে পরিকল্পনা করে মেরে দিয়ে দুর্ঘটনার নাটক করছে স্বামী। মৃতের পরিবারের লিখিত অভিযোগে মৃতার স্বামী শেখ মফিজুল ওরফে মুকুলকে গ্রেফতার করল মেমারি থানার পুলিশ।
বর্ধমান: নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে চারচাকা গাড়ি, স্বামী উঠে এলেও উঠতে পারেননি স্ত্রী। দুর্ঘটনার তত্ত্ব উড়িয়ে দিয়ে মেয়ের পরিবারের দাবি,পরকীয়াতে জড়িয়ে পড়েছিল স্বামী,মেয়ে প্রতিবাদ করলে কপালে জুটত অত্যাচার। মেয়েকে পরিকল্পনা করে মেরে দিয়ে দুর্ঘটনার নাটক করছে স্বামী।
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে জলে চারচাকা গাড়ি-সহ দম্পতি। স্বামী কোনওরকমে পুকুরের জল থেকে উঠে এলেও স্ত্রীকে খুঁজতে পুকুরে ফেলা হয় জাল।বর্ধমান থেকে নিয়ে আসা হয় সিভিল ডিফেন্সের ডুবুরির দল। অবশেষে স্থানীয়দের সহায়তায় জাল ফেলে পুকুর থেকে উদ্ধার হয় স্ত্রীর দেহ।
আরও পড়ুন- ‘দেহব্যবসা করেই কামিয়েছি…!’ টয়লেটে থরে থরে সাজানো লাখ লাখ টাকা, আয়কর হানায় কেলেঙ্কারি ফাঁস হিট নায়িকার, চিনতে পারলেন?
মৃতের নাম আশমাতারা বিবি ওরফে আশা(৩৫)। মেমারি থানার ঘোষ এলাকার ঘটনা । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছাড়ায় এলাকায়। মেতায়েন করা হয় পুলিশ ও ব়্যাফ।স্থানীয় সূত্রে জানা গেছে, একটি গাড়িতে করে শেখ মফিজুল ওরফে মুকুল ও তার স্ত্রী আশমাতারা বিবি ওরফে আশা বর্ধমানের দিক থেকে আসছিল। মেমারি ঘোষ এলাকায় কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে নেমে যায় গাড়িটি। স্বামী শেখ মফিজুল কোনওভাবে উঠে আসতে সক্ষম হলেও উঠে আসতে পারেননি আশমাতারা বিবি। পরে পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়।
advertisement
advertisement
আরও পড়ুন-আর মাত্র কিছুক্ষণ…! ধনতেরাসে ৪ বিরল কাকতালীয় যোগ, ‘এই’ দেড় ঘণ্টাই সবচেয়ে শুভ সময়, ‘ধনপতি’ হতে চাইলে তখনই কিনুন
যদিও আশমাতারা বিবির পরিবারের অভিযোগ, এটি কোনও দুর্ঘটনা নয় পরিকল্পনা করে মেরে ফেলা হয়েছে আশাকে। ১৫ বছর আগে মুকুলের সঙ্গে বিয়ে হয় আশার। তাদের একটি সন্তানও রয়েছে কিন্তু মৃতের পরিবারের দাবি,এক বছর আগে পরকীয়াতে জড়িয়ে পড়ে মুকুল। তার প্রতিবাদ করলে প্রায়ই আশাকে মারধর করা হত।
advertisement
শুক্রবার বর্ধমানের ডাক্তার দেখাতে যাওয়ার নাম করে আশাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল মুকুল কিন্তু বর্ধমান থেকে বাড়ি ফেরার পথে তাকে মেরে গাড়ি সমেত পুকুরের জলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। খুন নাকি দুর্ঘটনা সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। মৃতের পরিবারের লিখিত অভিযোগে মৃতার স্বামী শেখ মফিজুল ওরফে মুকুলকে গ্রেফতার করল মেমারি থানার পুলিশ। পরিকল্পিতভাবে খুনের অভিযোগে গ্রেফতার আশার স্বামী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 18, 2025 2:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident Death: পুকুরে পড়ল গাড়ি, স্ত্রীর মৃত্যু! দুর্ঘটনা না কি অন্য রহস্য? মেমারিতে গ্রেফতার স্বামী








