ক্রিটিকাল কেয়ার ইউনিটে রাজ্যের সেরা ক্যানিং মহকুমা হাসপাতাল

Last Updated:
#ক্যানিং: বিতর্কের জেরে নানা সময়ে সংবাদ শিরোনামে উঠে এসেছে এই হাসপাতাল ৷ তবে, হাসপাতাল পৌঁছতেই মিলল একদম অন্যরকম একটা ছবি ৷ পরিকাঠামো এবং সুযোগ সুবিধার দিক থেকে অন্য যেকোনও মহকুমা হাসপাতালকে সহজেই টেক্কা দিতে পারে এই ক্যানিং মহকুমা হাসপাতাল ৷ ইতিমধ্যেই হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিট বিভাগে এই হাসপাতালটি রাজ্যের মধ্যে সেরার তকমা ছিনিয়ে নিয়েছে ৷
হাসপাতালে ঢুকতেই বেশ কয়েকটি বিষয় নজর কাড়ল ৷ ভিড়ে ভিড় গোটা হাসপাতাল ৷ কথা বলে জানা গেল, স্থানীয় বাসিন্দাদের কাছে এই হাসপাতাল অন্যতম ভরসার জায়গা ৷ রয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান ৷ এছাড়াও রয়েছে থ্যালাসেমিয়া রোগীদের জন্য স্পেশাল ব্লাড ব্যাঙ্ক ৷ প্রতি মাসেই এই হাসপাতালে আসেন ১০ থেকে ১২ জন থ্যালাসেমিয়া রোগী ৷ তাদের যাতে রক্ত সংকটে ভুগতে না হয় ৷ সেই কারণে তাদের জন্য রয়েছে বেশ কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা ৷
advertisement
এই প্রসঙ্গে জানতে সটান উঠে গেলাম হাসপাতালের দো’তলায় ৷ সেখানেই দেখা মিলল নন মেডিকেল অ্যাসিসট্যান্ট সুপার শুভ্রজিত ঘোষের ৷ কথায় কথায় জানা গেল, এই হাসপাতালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড হাব ৷ কিছুদিনের মধ্যেই এই হাবটির উদ্বোধন হতে চলেছে ৷ এছাড়াও তৈরি হতে চলেছে ডায়ালিসিস ইউনিট ৷
advertisement
advertisement
শুভ্রজিতবাবু আরও জানালেন, ১৬৬টি বেডের এই হাসপাতালে ১২টি বেড বরাদ্দ রয়েছে ক্রিটিকাল কেয়ার ইউনিটের জন্য ৷ কারণ কয়েক মাস আগেও এটি ছিল একটি গ্রামীণ হাসপাতাল ৷ সেই কারণে মহকুমা হাসপাতালের তকমা পেলেও জায়গা কম হওয়ার জন্য, সমস্যায় পড়েন হাসপাতাল কর্তৃপক্ষও ৷ তবে, রোগীর অবস্থা যদি আশঙ্কাজনক হয় ৷ সেক্ষেত্রে সেই রোগীকে সুস্থ করে তুলতে যথাসাধ্য চেষ্টা করেন হাসপাতালের চিকিৎসকেরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ক্রিটিকাল কেয়ার ইউনিটে রাজ্যের সেরা ক্যানিং মহকুমা হাসপাতাল
Next Article
advertisement
খসড়া তালিকা প্রকাশের পরে একাধিক অসঙ্গতি! বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
খসড়া তালিকা প্রকাশের পরে একাধিক অসঙ্গতি! বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মমতা
  • অসঙ্গতি নিয়ে বিএলএদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • জেলার বিএলএ ও গুরুত্বপূর্ণ কর্মীদের ডাকা হয়েছে সভায়

  • বৈধ নাম বাদ পড়া নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে নির্দেশ

VIEW MORE
advertisement
advertisement