ক্রিটিকাল কেয়ার ইউনিটে রাজ্যের সেরা ক্যানিং মহকুমা হাসপাতাল

Last Updated:
#ক্যানিং: বিতর্কের জেরে নানা সময়ে সংবাদ শিরোনামে উঠে এসেছে এই হাসপাতাল ৷ তবে, হাসপাতাল পৌঁছতেই মিলল একদম অন্যরকম একটা ছবি ৷ পরিকাঠামো এবং সুযোগ সুবিধার দিক থেকে অন্য যেকোনও মহকুমা হাসপাতালকে সহজেই টেক্কা দিতে পারে এই ক্যানিং মহকুমা হাসপাতাল ৷ ইতিমধ্যেই হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিট বিভাগে এই হাসপাতালটি রাজ্যের মধ্যে সেরার তকমা ছিনিয়ে নিয়েছে ৷
হাসপাতালে ঢুকতেই বেশ কয়েকটি বিষয় নজর কাড়ল ৷ ভিড়ে ভিড় গোটা হাসপাতাল ৷ কথা বলে জানা গেল, স্থানীয় বাসিন্দাদের কাছে এই হাসপাতাল অন্যতম ভরসার জায়গা ৷ রয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান ৷ এছাড়াও রয়েছে থ্যালাসেমিয়া রোগীদের জন্য স্পেশাল ব্লাড ব্যাঙ্ক ৷ প্রতি মাসেই এই হাসপাতালে আসেন ১০ থেকে ১২ জন থ্যালাসেমিয়া রোগী ৷ তাদের যাতে রক্ত সংকটে ভুগতে না হয় ৷ সেই কারণে তাদের জন্য রয়েছে বেশ কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা ৷
advertisement
এই প্রসঙ্গে জানতে সটান উঠে গেলাম হাসপাতালের দো’তলায় ৷ সেখানেই দেখা মিলল নন মেডিকেল অ্যাসিসট্যান্ট সুপার শুভ্রজিত ঘোষের ৷ কথায় কথায় জানা গেল, এই হাসপাতালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড হাব ৷ কিছুদিনের মধ্যেই এই হাবটির উদ্বোধন হতে চলেছে ৷ এছাড়াও তৈরি হতে চলেছে ডায়ালিসিস ইউনিট ৷
advertisement
advertisement
শুভ্রজিতবাবু আরও জানালেন, ১৬৬টি বেডের এই হাসপাতালে ১২টি বেড বরাদ্দ রয়েছে ক্রিটিকাল কেয়ার ইউনিটের জন্য ৷ কারণ কয়েক মাস আগেও এটি ছিল একটি গ্রামীণ হাসপাতাল ৷ সেই কারণে মহকুমা হাসপাতালের তকমা পেলেও জায়গা কম হওয়ার জন্য, সমস্যায় পড়েন হাসপাতাল কর্তৃপক্ষও ৷ তবে, রোগীর অবস্থা যদি আশঙ্কাজনক হয় ৷ সেক্ষেত্রে সেই রোগীকে সুস্থ করে তুলতে যথাসাধ্য চেষ্টা করেন হাসপাতালের চিকিৎসকেরা ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ক্রিটিকাল কেয়ার ইউনিটে রাজ্যের সেরা ক্যানিং মহকুমা হাসপাতাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement