#বর্ধমান: কর্মবিরতিতে অনড় বর্ধমান মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা। হাতে গোনা কয়েকজন সিনিয়র চিকিৎসক ছাড়া কাউকেই চোখে পড়েনি। সংকটজনক রোগীকে ফেরাল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। কেমো না পেয়ে ফিরলেন সদাইপুরের ধীরেন কর্মকার। কিন্তু চিকিৎসকদের আন্দোলনে শিকেয় পরিষেবা। পরিষেবা মেলেনি জরুরি বিভাগেও। বাধ্য হয়েই বাড়ি ফেরেন ক্যান্সার আক্রান্ত ধীরেন।
একি ছবি চোখে পড়ল কলকাতার এসএসকেএমে। কেমো না পেয়ে ফিরলেন মুর্শিদাবাদের ক্যানসার আক্রান্ত রোগী। বুধবার থেকে এসএসকেএমে ভরতি জঙ্গিপুরের বাসিন্দা পীতম্বর সরকার। কিন্তু হাসপাতালে অচলাবস্থা থাকায় কেমো দেওয়া যায়নি। কেমো না নিয়েই আজ ফিরে গেলেন বাহান্ন বছরের প্রৌঢ়।
অন্যদিকে,অচলাবস্থা অব্যাহত এনআরএস হাসপাতালেও। চিকিৎসকদের নজিরবিহীন প্রতিবাদ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। বন্ধ আউটডোর তবে চালু হয়েছে জরুরি বিভাগ। বহিরাগত রুখতে গেটে কড়া নজরদারি জুনিয়র ডাক্তারদের। পরিচয়পত্র দেখেই তবে ভিতরে ঢোকায় ছাড় মিলছে।