Calcutta Leather Complex Drowning: পাইপলাইন পরিষ্কার করতে নেমেই সব শেষ! কীভাবে মৃত‍্যু হল ৩ শ্রমিকের? তদন্তে সামনে এল বড় সত‍্যি

Last Updated:

ট্যানারিতে পাইপলাইন পরিষ্কার করতে নামাই কাল। সাতসকালে লেদার কমপ্লেক্সের বানতলায় মৃত্যু হল ৩ শ্রমিকের।

পাইপলাইন পরিষ্কার করতে নেমেই সব শেষ! কীভাবে মৃত‍্যু হল ৩ শ্রমিকের? তদন্তে সামনে এল বড় সত‍্যি
পাইপলাইন পরিষ্কার করতে নেমেই সব শেষ! কীভাবে মৃত‍্যু হল ৩ শ্রমিকের? তদন্তে সামনে এল বড় সত‍্যি
দক্ষিণ ২৪ পরগনা: ট্যানারিতে পাইপলাইন পরিষ্কার করতে নামাই কাল। সাতসকালে লেদার কমপ্লেক্সের বানতলায় মৃত্যু হল ৩ শ্রমিকের। ইতিমধ্যেই দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, ট্যানারির বর্জ্যের দুর্গন্ধে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে শ্রমিকদের। রবিবার সকালেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। সূত্রের খবর,  কলকাতা পুরসভা তাঁদের এই কাজে নিয়োগ করেছিল। ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম।
রবিবার লেদার কমপ্লেক্সের ৪৫২ নম্বর প্লটে ট্যানারির পাইনলাইন পরিষ্কার করতে যান শ্রমিকরা। সূত্র মারফত জানা গিয়েছে, পাইপলাইন পরিষ্কার করতে নামার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ফারজেম শেখ, হাসি শেখ ও সুমন সর্দার নামে তিন শ্রমিকের কেউই ওঠেননি। এতেই সন্দেহ হয়। পরবর্তীতে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় লেদার কমপ্লেক্স থানার পুলিশ ও উদ্ধারকারী দল।
advertisement
advertisement
উদ্ধার হয় ৩ যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ইতিমধ্যেই দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ভিতরে আর কেউ আটকে পড়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বর্জ্যের দুর্গন্ধেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে শ্রমিকদের। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট মিললেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। কিন্তু নিয়ম মেনে সমস্ত সুরক্ষার বন্দোবস্ত করে ওই শ্রমিকেরা পাইপলাইন পরিস্কার করতে নেমেছিলেন কি? তা নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Calcutta Leather Complex Drowning: পাইপলাইন পরিষ্কার করতে নেমেই সব শেষ! কীভাবে মৃত‍্যু হল ৩ শ্রমিকের? তদন্তে সামনে এল বড় সত‍্যি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement