Calcutta High Court- Suvendu Adhikari: উলুবেড়িয়াতে শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি দিল আদালত, মানতে হবে একগুচ্ছ শর্ত

Last Updated:

Calcutta Hipgh Court: উলুবেড়ুয়াতে ২১ অক্টোবর মিছিল করতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ তাঁকে সেই মিছিলের অনুমতি দেয়নি। শুক্রবার তাঁকে সেই অনুমতি দিয়েছে আদালত।

শুভেন্দুকে সভার অনুমতি হাই কোর্টের।
শুভেন্দুকে সভার অনুমতি হাই কোর্টের।
কলকাতা: উলুবেড়ুয়াতে ২১ অক্টোবর মিছিল করতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ তাঁকে সেই মিছিলের অনুমতি দেয়নি। পুলিশের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। শুক্রবার তাঁকে সেই অনুমতি দিয়েছে আদালত।
বিরোধী দলনেতাকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিলেন হাই কোর্টের বিচারপতি বিভাস পট্টনায়ক। শুভেন্দুর আইনজীবী এদিন আদালতে জানান কমপক্ষে ২০০০ মানুষের জমায়েতে হবে মিছিলে।
advertisement
আদালতের দেওয়া বেশ কিছু শর্তের মধ্যে রয়েছে, ১৬ নম্বর জাতীয় সড়কে কোনও রকম সমস্যা করা যাবে না। দুপুর ২ থেকে বিকেল ৬টা পর্যন্ত হবে মিছল। সেই সঙ্গে আরও নির্দেশ দেওয়া হয়, কোনও রকম প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না। অশান্তি হলে দায়বদ্ধ থাকবেন উদ্যোক্তারা। সভায় দায়বদ্ধ স্বেচ্ছাসেবক হিসেবে ৫ জনের নাম দিতে হবে পুলিশকে।
advertisement
শুভেন্দুর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, পুলিশ প্রথমে অনুমতি বাতিল করে বিকল্প মাঠে সভা করার অনুমতি দেয় বিজেপিকে। শুক্রবার পুলিশ জানায় বিকল্প মাঠেও সভা করা যাবে না। আমরা আদালতে বিষয়টি তুলে ধরি, আদালত আমাদের বিকল্প মাঠেই সভা করার অনুমতি দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Calcutta High Court- Suvendu Adhikari: উলুবেড়িয়াতে শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি দিল আদালত, মানতে হবে একগুচ্ছ শর্ত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement