Calcutta High Court- Suvendu Adhikari: উলুবেড়িয়াতে শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি দিল আদালত, মানতে হবে একগুচ্ছ শর্ত
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Calcutta Hipgh Court: উলুবেড়ুয়াতে ২১ অক্টোবর মিছিল করতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ তাঁকে সেই মিছিলের অনুমতি দেয়নি। শুক্রবার তাঁকে সেই অনুমতি দিয়েছে আদালত।
কলকাতা: উলুবেড়ুয়াতে ২১ অক্টোবর মিছিল করতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ তাঁকে সেই মিছিলের অনুমতি দেয়নি। পুলিশের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। শুক্রবার তাঁকে সেই অনুমতি দিয়েছে আদালত।
বিরোধী দলনেতাকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিলেন হাই কোর্টের বিচারপতি বিভাস পট্টনায়ক। শুভেন্দুর আইনজীবী এদিন আদালতে জানান কমপক্ষে ২০০০ মানুষের জমায়েতে হবে মিছিলে।
advertisement
আদালতের দেওয়া বেশ কিছু শর্তের মধ্যে রয়েছে, ১৬ নম্বর জাতীয় সড়কে কোনও রকম সমস্যা করা যাবে না। দুপুর ২ থেকে বিকেল ৬টা পর্যন্ত হবে মিছল। সেই সঙ্গে আরও নির্দেশ দেওয়া হয়, কোনও রকম প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না। অশান্তি হলে দায়বদ্ধ থাকবেন উদ্যোক্তারা। সভায় দায়বদ্ধ স্বেচ্ছাসেবক হিসেবে ৫ জনের নাম দিতে হবে পুলিশকে।
advertisement
শুভেন্দুর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, পুলিশ প্রথমে অনুমতি বাতিল করে বিকল্প মাঠে সভা করার অনুমতি দেয় বিজেপিকে। শুক্রবার পুলিশ জানায় বিকল্প মাঠেও সভা করা যাবে না। আমরা আদালতে বিষয়টি তুলে ধরি, আদালত আমাদের বিকল্প মাঠেই সভা করার অনুমতি দিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 18, 2024 4:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Calcutta High Court- Suvendu Adhikari: উলুবেড়িয়াতে শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি দিল আদালত, মানতে হবে একগুচ্ছ শর্ত